Kolkata Shohore Bangla Lyrics By Zunayed Evan.

Kolkata Shohore Bangla Lyrics By Zunayed Evan.

Kolkata Shohore Bangla Lyrics By Zunayed Evan.

Song : Kolkata Shohore

Band : Ashes

Vocal, Lyrics & Tune : Zunayed Evan 

Cinematographer : Jakaria Hasan

Light Gaffer : Emon Kazi

Line Producer : Adnan Bin Zaman

Drone : Aniketh Rahman

Camera : Rana

Edit & Colour : Nazibul Islam Moon

Kolkata Shohore Song Lyrics 

এই কলকাতা শহরে অঞ্জন বাবু থাকে

এই ছাতাদের শহরে, কে ভিজে বৃষ্টিতে,

দিয়ে দাও আমাকে কিছু, আবেগ

জলপাইগুড়ি রোডে সমরেশ বুড়ো হয়ে যায়

জলপাইগুড়ি রোডে সমরেশ বুড়ো হয়ে যায়। 

এই গুজরাটের বন্যায়

কত মানুষ ডুবে গেছে

কত ডুব ভেসে আসে,

কত মানুষ ডুবে গেছে

কত ডুব ভেসে আসে। 

দিয়ে দাও আমাকে কিছু, আবেগ

জলপাইগুড়ি রোডে সমরেশ বুড়ো হয়ে যায়

জলপাইগুড়ি রোডে সমরেশ বুড়ো হয়ে যায়। 

এই কলকাতা শহরে, সেই সেনলেন রোডে

লোডশেডিং হলে কে যেন কাঁদে,

এই অপেক্ষা গুলো, শ্বাস ফেলে কষ্ট পাচ্ছে

হৃদপিণ্ডের ভেতর ধর্মতলার মাঠে।  

এই কলকাতা শহরে অনিমেশ নকশাল দেখে

লোডশেডিং হলে আড্ডার খিস্তি জমে,

এই অপেক্ষা গুলো, শ্বাস ফেলে কষ্ট পাচ্ছে

ঈশ্বর-লেনের ধারে কে যেন কাঁদে,

এই কলকাতা শহরে..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *