Konkhane Kar Namey ( কোনখানে কার নামে) Bangla Lyrics By Antara Mitra.

 Konkhane Kar Namey ( কোনখানে কার নামে) Bangla Lyrics By Antara Mitra. 

Konkhane Kar Namey ( কোনখানে কার নামে) Bangla Lyrics By Antara Mitra.


Song Name :  Konkhane Kar Namey

Singer :  Antara Mitra

Tune & Music :  Subhadeep Mitra

Lyrics :  Tithi Dutta

Music Label :  Sony Music

Star Cast :  Subhashree Ganguly, Bonny Sengupta, Parambrata Chatterjee

Release On :  2022-12-21

Konkhane Kar Namey Lyrics in Bengali 

চুপি চুপি কথা কেন কানে আসে

চুপি চুপি ব্যাথা বুঝি আসে পাশে

দূরে দূরে আলো দেখো ডাক আসে

চোখে চোখে খালি তাকে আঁকা আছে

কোন খানে কার নামে আনমনে

ও ও চোখ হারায় তোর সাড়ায় তোর মনে

সে আড়াল ভেঙে যদি

আ হা আ

সে আড়াল ভেঙে যদি সরে

পরিযায়ী ধুলো মেঘে ওড়ে

শূন্য হওয়া জমি ডাকে দূরে

যেতে আমি রাজি আছি সে আবদারে

কোন খানে কার নামে আনমনে

হাঁ চোখ হারায় তোর সাড়ায় তোর মনে

চুপি চুপি কথা কেন কানে আসে

চুপি চুপি ব্যাথা বুঝি আসে পাশে

দূরে দূরে আলো দেখো ডাক আসে

চোখে চোখে খালি তাকে আঁকা আছে

মন কেমন সারাদিন

এলো চুল সে খুলে রাখে ভিজে

ও ও ও

একা চোখ দেখা হোক

ভাললাগা কি একা এলো সেই যে

ওঠাপড়া তে যত্নে সাজাতে

চিনে নিলো মুখ মেঘলা সে চিবুক

হাজারো বারণ জেনে এ এ

কোন খানে নামে ভোর শুকনো পায়

আ আ আ আ

চাইলে খুব বৃষ্টি হোক তোর কথায়

সে আড়াল ভেঙে যদি 

ও ও ও হা আ আ আ

সে আড়াল ভেঙে যদি সরে

পরিযায়ী ধুলো মেঘে ওড়ে

শূন্য হওয়া জমি ডাকে দূরে

যেতে আমি রাজি আছি সে আবদারে

কোন খানে কার নামে আনমনে

হাঁ আ আ চোখ হারায় তোর সাড়ায় তোর মনে

চুপি চুপি কথা কেন কানে আসে

চুপি চুপি ব্যাথা বুঝি আসে পাশে

দূরে দূরে আলো দেখো ডাক আসে

চোখে চোখে খালি তাকে আঁকা আছে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *