Kono Ekdin Shunbe Tomra Hoyto (কোনো একদিন শুনবে তোমরা হয়তো) Bangla Lyrics By Baby Najnin.
Song : Kono Ekdin Shunbe Tomra Hoyto
Singer : Baby Najnin
Lyrics : SM Nazrul
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Ami R Duniyate Nei To Bangla Lyrics
কোনো একদিন শুনবে তোমরা হয়তো
আমি আর দুনিয়ায় নেইতো
কোনো একদিন শুনবে তোমরা হয়তো
আমি আর দুনিয়ায় নেইতো
আমি আর দুনিয়ায় নেইতো
যখন শুনবে আমার গজল
যখন শুনবে আমার গজল
পড়বে মনে আমায় হয়তো
কোনো একদিন
মিলে মিশে সবার সাথে
ছিলাম বড়ই সুখেতে
দুঃখ জ্বালার পড়ে মালা
কাটত জীবন আনন্দেতে
কাটত জীবন আনন্দেতে
আমার কথা পড়লে মনে
বলবে কিছু কথা হয়তো
বলবে কিছু কথা হয়তো
কোনো একদিন শুনবে তোমরা হয়তো
আমি আর দুনিয়ায় নেইতো
আমি আর দুনিয়ায় নেইতো
কোনো একদিন
কতজনার সাথে আমার
কত রকমের পরিচয়
কেউ কয় ভালো কেউ কয় মন্দ
কেউ ফের দিলের আসনে বসায়
কেউ ফের দিলের আসনে বসায়
চাওয়া পাওয়ার দিন হল শেষ
স্মৃতি হয়ে গেছি হয়তো
স্মৃতি হয়ে গেছি হয়তো
এস এম নজরুল হারিয়ে যাবে
থাকবে লেখা তার এই গান
মনে হলে করো দোয়া
আল্লাহ করে যেন মুশকিলে আসান
সবার দোয়া থাকলে মাথায়
নাজাত পেতে পারে হয়তো
কোনো একদিন শুনবে তোমরা হয়তো
আমি আর দুনিয়ায় নেইতো
আমি আর দুনিয়ায় নেইতো
কোনো একদিন
এসএম নজরুল হারিয়ে যাবে
থাকবে তার শুধু এই গান
মনে হলে করো দোয়া
আল্লাহ করে যেন মুশকিল আসা
আল্লাহ করে যেন মুশকিল আসা
সবার দোয়া থাকলে মাথায়
নামাত পিক্রি পরে হইতো
নামাত পিক্রি পরে হইতো
কোনো একদিন শুনবে তোমরা হয়তো
আমি আর দুনিয়ায় নেইতো
আমি আর দুনিয়ায় নেইতো
যখন শুনবে আমার গজল
যখন শুনবে আমার গজল
পড়বে মনে আমায় হয়তো
কোনো একদিন।।