Kosto Amar Kolijate (কষ্ট আমার কলিজাতে) Bangla Lyrics By RA Azmir.
Kosto Amar Kolijate (কষ্ট আমার কলিজাতে) Bangla Lyrics By RA Azmir.
Song : Kosto Amar Kolijate
Singer : RA Azmir
Lyrics : Nurul Islam Nahid
Tune : RA Azmir
Label : Samia Music BD
Kosto Amar Kolijate Bangla Lyrics
কষ্ট আমার কলিজাতে
সুখ কপালে নাই
আমায় ছাইড়া গেছে প্রিয়া
নতুন ঠিকানায়
কষ্ট আমার কলিজাতে
সুখ কপালে নাই
আমায় ছাইড়া গেছে প্রিয়া
নতুন ঠিকানায়
অনেক ভালোবাসতো আমায়
বইলাছিলো মুখে
আমার কথা ভুইলা প্রিয়া
অনেক সুখে আছে
সুখ পাবি না বেইমান প্রিয়া
সুখ পাবি না রে
আমার মতো তুই ও একদিন
কাদবি অঝোরে
আমার মতো তুই ও একদিন
কাদবি অঝোরে
আমার হাতে হাত রাখিয়া
কইতো মনের কথা
সুখ দিলো না বেইমান প্রিয়া
দিলো বুকে ব্যথা
আমার হাতে হাত রাখিয়া
কইতো মনের কথা
সুখ দিলো না বেইমান প্রিয়া
দিলো বুকে ব্যথা
বিনা দোষে করলি দোষি
ভাংলি অবুঝ মন
ভালোবাসার এতো জালা
বুঝি নাই তখন
সুখ পাবি না বেইমান প্রিয়া
সুখ পাবি না রে
আমার মতো তুই ও একদিন
কাদবি অঝোরে
আমার মতো তুই ও একদিন
কাদবি অঝোরে
বেইমান প্রিয়ার লাইগা বুকে
জলছে রে আগুন
প্রিয়া অন্যের বুকে করছে
সুখের আলাপন
প্রিয়া রে তুই সুখে থাকিস
করি প্রার্থনা
কি যে আঘাত করলি বুকে
প্রানে আর সয়না
সুখ পাবি না বেইমান প্রিয়া
সুখ পাবি না রে
আমার মতো তুই ও একদিন
কাদবি অঝোরে
আমার মতো তুই ও একদিন
কাদবি অঝোরে।।