Kosto Dile (কষ্ট দিলি) Bangla Lyrics By Samz Vai.

 Kosto Dile (কষ্ট দিলি) Bangla Lyrics By Samz Vai. 

Kosto Dile (কষ্ট দিলি) Bangla Lyrics By Samz Vai.

Song : Kosto Dile

Singer : Samz Vai

Tune & Music : Rohan Raj

Lyric : Bulbul

Label : E Music

Kosto Dile Bangla Lyrics 

কষ্ট দিলি দুঃখ দিলি 

কেন মেয়ে তুই আমায়

বুঝিনি তোর ভালোবাসা

মিথ্যা ছিলো পুরোটাই

কষ্ট দিলি দুঃখ দিলি 

কেন মেয়ে তুই আমায়

বুঝিনি তোর ভালোবাসা

মিথ্যা ছিলো পুরোটাই।

বুকে আগুন জেলে গেলি

চোখের সামনে অন্যের হইলি

কেমন করে একটা মানুষ

এতটা বদলাই

কেমন করে একটা মানুষ

এতটা বদলাই

কেমন করে একটা মানুষ

এতটা বদলাই

নরক যন্ত্রনাতে প্রতিদিন 

আমাকে দেখি

মরণ ছাড়া এখন আমার

কিছু নাই রে বাকি। (2 বার)

তোর কারণে নির্শ্ব হলাম

দেখলো রে তা সবাই

কেমন করে একটা মানুষ 

এতটা বদলাই

কেমন করে একটা মানুষ

এতটা বদলাই

কেমন করে একটা মানুষ

এতটা বদলাই

প্রেমের এত জ্বালা অন্তরে

কেমনে ধরি

একটু একটু করে আমি

একা জ্বলে পুড়ি। (2 বার)

তোর কারণে নির্শ্ব হলাম

দেখলো রে তা সবাই

কেমন করে একটা মানুষ 

এতটা বদলাই

কেমন করে একটা মানুষ

এতটা বদলাই

কেমন করে একটা মানুষ 

এতটা বদলাই।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *