Kotha Dilam(কথা দিলাম) Bangla Lyrics By AB Towhid
Kotha Dilam(কথা দিলাম) Bangla Lyrics By AB Towhid
Song : Kotha Dilam
Vocal : AB Towhid And Marufa
Lyrics : AB Towhid
Music : Ashik Abedin
Label : G Series
Kotha Dilam Bangla Lyrics
চলোনা হারিয়ে যাই
কোন দূর অজানায়,
সাজিয়ে দিও ঐ দুহাতে আমায়,
চলোনা হারিয়ে যাই
কোন দূর অজানায়,
সাজিয়ে দিও ঐ দুহাতে আমায়,
কথা দিলাম আমি
তোমার ছিলাম,
এখনো তোমারই আছি
যেখানে থাকি যত দূরে থাকি
যেন তোমায় আমি ভালোবাসি
যেখানে থাকি যত দূরে থাকি
শুধু তোমায় আমি ভালোবাসি
একটা চাদরে তোমার আদরে
রেখো আমায় জড়িয়ে,
অজানা যতো শিখিয়ে দিও
দিওনা আমায় ফিরিয়ে,
একটা চাদরে তোমার আদরে
রেখো আমায় জড়িয়ে,
অজানা যতো শিখিয়ে দিও
দিওনা আমায় ফিরিয়ে,
কথা দিলাম রাখবো অবিরাম
যেখানে যেভাবেই রাখি
হাজারো ভীড়ে আসবো ফিরে
যত দূরেই আমি কেনো থাকি,
হাজারো ভীড়ে আসবো ফিরে
যত দূরেই আমি কেনো থাকি,
যদি কখনো হারিয়ে যাই
দূর অজানায়,
খুজবে কি আমায়,
যতই দূরে তুমি থাকো
জেনে রেখো সাথে নিও আমায়
কথা দিলাম রাখবো অবিরাম
যেখানে যেভাবেই রাখি
হাজারো ভীড়ে আসবো ফিরে
যত দূরেই আমি কেনো থাকি,
হাজারো ভীড়ে আসবো ফিরে
যত দূরেই আমি কেনো থাকি,
চলোনা হারিয়ে যাই
কোন দূর অজানায়,
সাজিয়ে দিও ঐ দুহাতে আমায়,
চলোনা হারিয়ে যাই
কোন দূর অজানায়,
সাজিয়ে দিও ঐ দুহাতে আমায়।।
Kotha Dilam Bangla Lyrics
Kotha dilam ami
Tomar chilam
Ekhono tomari achi