Kotha Dilam(কথা দিলাম) Bangla Lyrics By AB Towhid

Kotha Dilam(কথা দিলাম)  Bangla Lyrics By AB Towhid

Song : Kotha Dilam 

Vocal : AB Towhid And Marufa

Lyrics : AB Towhid 

Music : Ashik Abedin

Label : G Series 

Kotha Dilam Bangla Lyrics 

চলোনা হারিয়ে যাই 

কোন দূর অজানায়,

সাজিয়ে দিও ঐ দুহাতে আমায়,

চলোনা হারিয়ে যাই 

কোন দূর অজানায়,

সাজিয়ে দিও ঐ দুহাতে আমায়,

কথা দিলাম আমি 

তোমার ছিলাম, 

এখনো তোমারই আছি

যেখানে থাকি যত দূরে থাকি

যেন তোমায় আমি ভালোবাসি

যেখানে থাকি যত দূরে থাকি

শুধু তোমায় আমি ভালোবাসি

একটা চাদরে তোমার আদরে

রেখো আমায় জড়িয়ে,

অজানা যতো শিখিয়ে দিও

দিওনা আমায় ফিরিয়ে, 

একটা চাদরে তোমার আদরে

রেখো আমায় জড়িয়ে,

অজানা যতো শিখিয়ে দিও

দিওনা আমায় ফিরিয়ে, 

কথা দিলাম রাখবো অবিরাম 

যেখানে যেভাবেই রাখি

হাজারো ভীড়ে আসবো ফিরে 

যত দূরেই আমি কেনো থাকি,

হাজারো ভীড়ে আসবো ফিরে 

যত দূরেই আমি কেনো থাকি,

যদি কখনো হারিয়ে যাই 

দূর অজানায়,

খুজবে কি আমায়,

যতই দূরে তুমি থাকো

জেনে রেখো সাথে নিও আমায়

কথা দিলাম রাখবো অবিরাম 

যেখানে যেভাবেই রাখি

হাজারো ভীড়ে আসবো ফিরে 

যত দূরেই আমি কেনো থাকি,

হাজারো ভীড়ে আসবো ফিরে 

যত দূরেই আমি কেনো থাকি,

চলোনা হারিয়ে যাই 

কোন দূর অজানায়,

সাজিয়ে দিও ঐ দুহাতে আমায়,

চলোনা হারিয়ে যাই 

কোন দূর অজানায়,

সাজিয়ে দিও ঐ দুহাতে আমায়।।

Kotha Dilam Bangla Lyrics


Colona hariye jai
Kono dur ojanay
Sajiye dio oi du hate amay

Kotha dilam ami

Tomar chilam

Ekhono tomari achi

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *