Krishno Aila Radhar Kunje(কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে) Bangla Lyrics By Sumi Mirza

Krishno Aila Radhar Kunje(কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে) Bangla Lyrics By Sumi Mirza

Song: Krishno Aila Radhar Kunje

Vocal : Jk Majlish Feat. Sumi Mirza

Lyric : Baul Arkum Shah

Label : Rtv Music 

 

Krishno Aila Radhar Kunje Bangla  Lyrics 

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভোমরা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভোমরা

ময়ুর বেশেতে সাজন রাধিকা

ময়ুর বেশেতে সাজন রাধিকা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভোমরা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভোমরা

ময়ুর বেশেতে সাজন রাধিকা

ময়ুর বেশেতে সাজন রাধিকা

সোয়া চন্দন ফুলের মালা,

সখিগণে লইয়া আইলা

সোয়া চন্দন ফুলের মালা,

সখিগণে লইয়া আইলা

কৃষ্ণ দিলায় রাধার গলে,

বাসর হইল উজালা

বাসর হইল উজালা গো,

বাসর হইলো উজালা।

ময়ুর বেশেতে সাজন রাধিকা

ময়ুর বেশেতে সাজন রাধিকা।

কৃষ্ণ দিলায় রাধের গলে,

রাধায় দিলায় কৃষ্ণর গলে

কৃষ্ণ দিলায় রাধের গলে,

রাধায় দিলায় কৃষ্ণর গলে

আনন্দে সখীগণ নাচে

দেখিয়া প্রেমের খেলা

দেখিয়া প্রেমের খেলা গো

দেখিয়া প্রেমের খেলা।

ময়ুর বেশেতে সাজন রাধিকা

ময়ুর বেশেতে সাজন রাধিকা

কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা

নাচে গায়ে খেলে তারা

কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা

নাচে গায়ে খেলে তারা

কুল ও মানের ভয় রাখে না

ললিতা আর বি শখা

ললিতা আর বি শখা গো

ললিতা আর বি শখা

ময়ুর বেশেতে সাজন রাধিকা

ময়ুর বেশেতে সাজন রাধিকা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভোমরা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভোমরা

ময়ুর বেশেতে সাজন রাধিকা

ময়ুর বেশেতে সাজন রাধিকা

Krishno Aila Radhar Kunje Bangla  Lyrics

Krishno Aila Radhar Kunje

Fule Paila Bhromora

Krishna Aila Radhar Kunje

Fule Paila Bhromora

Mayur Beshete Shajon Radhika

Moyur Beshete Shajon Radhika

Shoya Chondon Fuler Mala

Shokhi-gone Loiya Aila

Krishno Dila Radhar Kole

Bashor Hoilo Ujala..

Moyur Beshete Shajon Raadhika

Mayur Beshete Shajon Raadhika

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *