Maa ( মা) Bangla Song Lyrics By Noble Man.
Maa ( মা) Bangla Song Lyrics By Noble Man.
Song Name : Maa
Singer : Noble Man
Tune & Music : Nadim Bhuiyan
Lyrics : Nadim Bhuiyan
Music Label : Cop Creation
Release On : 2023-01-06
Maa Lyrics in Bengali
কেমন করে তোমায় ছেড়ে যাবো বলো মা
শপথ করেছি মাতৃভূমির জায়গা ছাড়বো না
তোমার গর্ভে জন্মেছি মা হেঁটেছি হাতটি ধরে
ছোট্ট আমাকে গড়েছো গো মা অনেক যত্ন করে
তোমায় ছেড়ে যেতে হবে মা
ও মা আমার মা
আমি তোমার সে খোকন সোনা
ও মা আমার মা
আমি তোমার সে খোকন সোনা
আঘাত পেলে মা গো তোমায় ডেকে উঠি
তোমার কায়ার ছায়া যে আমি
বলে খোকন সোনা হাত দুটো ছাড়তে না
জড়িয়ে নিতে তুমি মা গো আমায়
তোমার মতো করে কেউ ভালোবাসে না
খোকা বলে কেউ ডাকে না
ও মা আমার মা
আমি তোমার সে খোকন সোনা
ও মা আমার মা
আমি তোমার সে খোকন সোনা
পৃথিবীর এই আলো দেখালে মা তুমি
মুখের বুলি দিয়েছো আমায়
বুকের তাজা রক্ত দিয়ে মা গো রাখবো
এদেশ আমার মায়েরই সমান
সবুজ ছায়া ঘেরা কত যে অপরূপা
বুকে রাখি দেশ মাটি মা
ও মা আমার মা
আমি তোমার সে খোকন সোনা
ও মা আমার মা
আমি তোমার সে খোকন সোনা