Madhabi Madhupe Bangla Lyrics By Arati Mukherjee.

 Madhabi Madhupe Bangla Lyrics By Arati Mukherjee.

Madhabi Madhupe Song Credit: 


Song: Madhabi Madhupe

Original Singer: Arati Mukherjee

Artist:  Divyaa Roy

Music Director: Shyamal Mitra

Music Rearranger: Bisu Sarkar

Lyricist:  Gauriprasanna Mazumder

Madhabi Madhupe Lyrics in Bengali 

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গিতালী,

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গিতালী। 

জ্বলে দেখি জোনাকি

মন হল আনমনা কি ?

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গিতালী।। 

তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো ?

তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো ?

তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো?

তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো?

যদি চুপি চুপি কথা বলে মন

সেই কথা বলো কভু যায় শোনা কি ?

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

জ্বলে দেখি জোনাকি

মন হল আনমনা কি?

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গিতালী।। 

এই যে এত আলো-হাসি

কখনো আগে জাগে নি,

নিজেরে তো আর কোনদিন

এমন করে ভাল লাগে নি।

এই যে এত আলো-হাসি

কখনো আগে জাগে নি,

নিজেরে তো আর কোনদিন

এমন করে ভাল লাগে নি।

ওগো পরানের কবি মোর

আজ হাতে বাঁশি তুলে নাও,

উৎসব এ লগন

সুরে সুরে দাও ভরে দাও।

আজ চোখে চোখে চেয়ে সারারাত

হবে শুধু আকাশের তারা গোনা কি ?

জ্বলে দেখি জোনাকি

মন হল আনমনা কি?

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গিতালী,

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গিতালী।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *