Majhi ( মাঝি) Bangla Lyrics By Ananya Chakraborty.
Majhi ( মাঝি) Bangla Lyrics By Ananya Chakraborty.
Song : Majhi
Vocal, Lyrics And Composition : Ananya Chakraborty
Music Arrangement, Mix And Mastering : Sunny Karmakar
Concept And Direction : Tania Karmakar And Sunny Karmakar
Poster Design : Tanika Das
Production : The Bohemian Baul Team
Special thanks to : Koustav Hait
Music Label : Zee Music Bangla
Majhi Lyrics In Bengali
মাঝি তোমায় চিনি না যে
কিবা তোমার নাম
মাঝি তোমায় চিনি না যে
কিবা তোমার নাম
ফিরিয়ে দিয়ে ভুল করেছি
গাঙ পুড়িয়ে গান।
তোমার কথার ভুল ধরেছি
অবাক নদীর জলে
নিটল কালো আঁখির কোলে
আকাশ প্রদীপ জ্বলে।
নাম হারিয়ে খুঁজে বেড়াই
তোমায় সারাক্ষণ
নাম হারিয়ে খুঁজে বেড়াই
তোমায় সারাক্ষণ
আনন্ত দূর চলবে এখন
পাগল আমার মন
আনন্ত দূর চলবে এখন
পাগল আমার মন
আনন্ত দূর চলবে এখন
তোমার আমার মন।