Maya ( মায়া) Bangla Lyrics By Ajanta Rahman.

 Maya ( মায়া) Bangla Lyrics By Ajanta Rahman.

Maya ( মায়া) Bangla Lyrics By Ajanta Rahman.

Song : Maya  

Singer : Ajanta Rahman 

Lyric, Tune and Music : Khayam Sanu Sandhi 

Mix And Master : Sandhi And Anik 

Directed : Shihab Shaheen

Producer, Binge : Armaan Ahmed Siddiqui, Rizwana Rashid Auni, 

And Hasibul Hasan Tanim

Executive producers : RB Pritam And A.K. Robin

Label : Binge

Maya Lyrics In Bengali 

সকালের রোদ, লাগে গায়ে 

মনে হয় যেন তোমার ছোঁয়া,

আসলে ধোঁয়া, তোমার ছোঁয়া 

জন্মান্তরের বাঁধন খুঁজে অস্থির এ মন,

মনে হয় তুমি, 

কাছে, অথবা দূরে, তোমার সুরে। 

যেদিকে তাকাই, তোমাকে পাই 

যেন তোমারি ছোঁয়া, 

হারিয়ে যাই, খুঁজে না পাই 

এ কেমন মায়া। 

সকালের রোদ, লাগে গায়ে!

মনে মনে মন ভেজা গান 

মনে মনে মান অভিমান,

সময় যেন থমকে কোথা যায় 

বুকের ভেতর ভালোবাসা পায়। 

যেখানে যাই, তোমাকে চাই 

তুমি দখিনও হাওয়া,

তোমারি নেশায় নিজেকে হারাই 

এ কেমন মায়া। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *