Megher Deshe (মেঘের দেশে) Bangla Lyrics By Minar Rahaman.
Megher Deshe (মেঘের দেশে) Bangla Lyrics By Minar Rahaman.
Song: Megher Deshe
Singer: Minar Rahaman
Lyricis & Tune: Minar Rahaman
Drama: Janeman Tui Amar
Music Label: Sultan Entertainment
Megher Deshe Song Lyrics
তোমার চোখের মাঝে দেখেছি ঠিকানা
তোমার হাতের স্পর্শে, হারিয়েছি সীমানা। (২)
তুমি বলে দিও, আমায় বলে দিও
কত দূর যেতে হবে তোমায় দেখতে হলে
তুমি বলে দিও, আমায় বলে দিও
কত দূর যেতে হবে ভালোবাসতে হলে
তোমারই নামে, পুরনো খামে
রঙিন চিঠির ভাজে, অচেনা মানের
এই অবেলায় মেঘেরই ভেলায়
স্বপ্নরা খুন কেন, পুরনো নামে
তুমি রোজ আজও কি আনমনে একাকি
আমাকে ভেবে যাও
আমি রোজ সব ভুলে,
সব চুরে, নিরবে তোমাকে খুজে যাই।
আমার হৃদয় জুড়ে তোমারই আকুলতা
অবা কঠি মানে থমকে নিরবতা।
তুমি বলে দিও, আমায় বলে দিও
কত দূর যেতে হবে তোমায় দেখতে হলে
তুমি বলে দিও, আমায় বলে দিও
কত দূর যেতে হবে ভালোবাসতে হলে (২)