Megher Deshe (মেঘের দেশে) Bangla Lyrics By Minar Rahaman.

Megher Deshe (মেঘের দেশে) Bangla Lyrics By  Minar Rahaman.

Megher Deshe (মেঘের দেশে) Bangla Lyrics By  Minar Rahaman.

Song: Megher Deshe

Singer: Minar Rahaman

Lyricis & Tune: Minar Rahaman

Drama: Janeman Tui Amar

Music Label: Sultan Entertainment

Megher Deshe Song Lyrics 

তোমার চোখের মাঝে দেখেছি ঠিকানা

তোমার হাতের স্পর্শে, হারিয়েছি সীমানা। (২)

তুমি বলে দিও, আমায় বলে দিও

কত দূর যেতে হবে তোমায় দেখতে হলে

তুমি বলে দিও, আমায় বলে দিও

কত দূর যেতে হবে ভালোবাসতে হলে

তোমারই নামে, পুরনো খামে

রঙিন চিঠির ভাজে, অচেনা মানের

এই অবেলায় মেঘেরই ভেলায়

স্বপ্নরা খুন কেন, পুরনো নামে

তুমি রোজ আজও কি আনমনে একাকি

আমাকে ভেবে যাও

আমি রোজ সব ভুলে,

সব চুরে, নিরবে তোমাকে খুজে যাই।

আমার হৃদয় জুড়ে তোমারই আকুলতা

অবা কঠি মানে থমকে নিরবতা।

তুমি বলে দিও, আমায় বলে দিও

কত দূর যেতে হবে তোমায় দেখতে হলে

তুমি বলে দিও, আমায় বলে দিও

কত দূর যেতে হবে ভালোবাসতে হলে (২)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *