Megher Nouka (মেঘের নৌকা) Bangla Lyrics By Imran Mahmudul And Konal.

 Megher Nouka (মেঘের নৌকা) Bangla Lyrics By Imran Mahmudul And Konal.

Megher Nouka (মেঘের নৌকা) Bangla Lyrics By Imran Mahmudul And Konal.

Song : Megher Nouka

Film : Prohelika

Singer : Imran Mahmudul And Konal

Lyrics : Asif Iqbal

Music Director : Imran Mahmudul

Director : Chayanika Chowdhury

DOP : Sumon Hossain

Story, Screenplay & Dialogues : Pantha Shahriar

Producer : Jamal Hossain

Production House : Rangon Music

Label : Bongo BD

Megher Nouka Song Lyrics In Bengali 

মেঘের নৌকা তুমি

তোমায় ভাসাবো আকাশে,

সাগরের শঙ্খ তুমি

তোমায় বাজাবো বাতাসে।

অরণ্যের পাখি তুমি

তোমায় জুড়াবো ছায়াতে,

হিমালয় শিখর তুমি আমার

আনন্দ তোমায় ছোঁয়াতে।

মেঘের নৌকা তুমি

তোমায় ভাসাবো আকাশে,

সাগরের শঙ্খ তুমি

তোমায় বাজাবো বাতাসে।

যতক্ষণ তুমি আমি

ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি,

আমি হই রোদে মেঘে

ভেসে যাওয়া ডানা মেলা পাখি।

মনে হয় তোমায় নিয়ে

জলে ধনুভবে রংধনু আঁকি ..

মেঘের নৌকা তুমি

তোমায় ভাসাবো আকাশে,

সাগরের শঙ্খ তুমি,

তোমায় বাজাবো বাতাসে।

দূর পথে তুমি আমি

পায়ে পায়ে হাত ধরে চলে,

ভালো লাগা অনুভবে

না বলা কথাগুলো বলে।

মন চায় আকাশ হতে,

কিছু নিল নিয়ে এসে সাজাই আঁচলে।

মেঘের নৌকা তুমি

তোমায় ভাসাবো আকাশে,

সাগরের শঙ্খ তুমি,

তোমায় বাজাবো বাতাসে।

অরণ্যের পাখি তুমি,

তোমায় জুড়াবো ছায়াতে,

হিমালয় শিখর তুমি আমার

আনন্দ তোমায় ছোঁয়াতে।

মেঘের নৌকা তুমি

তোমায় ভাসাবো আকাশে,

সাগরের শঙ্খ তুমি,

তোমায় বাজাবো বাতাসে।

ওও..

তোমায় বাজাব বাতাসে। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *