Mehedi Du Hathe (মেহেদেী দু’হাতে)Bangla Song Lyrics By Avraal Sahir.
Mehedi Du Hathe (মেহেদেী দু’হাতে)Bangla Song Lyrics By Avraal Sahir.
Here We Present You With the song ‘Mehedi Du Hathe’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Avraal Sahir’. Lyrics Written By ‘Avraal Sahir‘, Music Given By ‘Avraal Sahir’. This song published on Sultan Entertainment YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song : Mehedi Du Hathe
Drama : Bhalobasar Tin Din
Singer : Avraal Sahir
Lyrics, Tune & Music : Avraal Sahir
Script & Direction : Mohidul Mohim
Producer : Tanvir Mahmood Apu
Label : Sultan Entertainment
Mehedi Du Hathe Song Lyrics
মেহেদেী লাগালে যখন দু’হাতে
পারিনি আর আমি তোমায় ফেরাতে।
মেহেদেী লাগালে যখন দু’হাতে
পারিনি আর আমি তোমায় ফেরাতে,
নতুন রঙে মন মেখো, নিজের খেয়াল রেখো
নতুন রঙে মন মেখো, আমায় ভুলে থেকো,
অচেনা পথে..
মেহেদেী লাগালে যখন দু’হাতে
পারিনি আর আমি তোমায় ফেরাতে,
মেহেদেী লাগালে যখন দু’হাতে
পারিনি আমি তোমায় ফেরাতে।।
ব্যাথা গুলো সেরে গেলে
ক্ষত হয়ে রয়ে যায়,
সেই ক্ষত আজীবন ক্ষণে ক্ষণে পোড়ায়।
ব্যাথা গুলো সেরে গেলে
ক্ষত হয়ে রয়ে যায়,
সেই ক্ষত আজীবন ক্ষণে ক্ষণে পোড়ায়,
দূর থেকে দাঁড়িয়ে, দেবো তোমায় বিদায়
আসবে এমন দিন, কখনো ভাবিনি হায়।
নতুন রঙে মন মেখো, নিজের খেয়াল রেখো
নতুন রঙে মন মেখো, আমায় ভুলে থেকো,
অচেনা পথে ..
মেহেদেী লাগালে যখন দু’হাতে
পারিনি আর আমি তোমায় ফেরাতে,
মেহেদেী লাগালে যখন দু’হাতে
পারিনি আমি তোমায় ফেরাতে।।
শেষবারের মতো ফিরে এসো তুমি
হারাতে চাইনা কখনো যে তোমায়,
না বুঝে তোমার মন ভেঙেছি
আমার সব ভুল করছি স্বীকার।।