Modhur Modhur Kotha Koiya ( মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল) Bangla Lyrics By Ohornishi Team.
Modhur Modhur Kotha Koiya ( মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল) Bangla Lyrics By Ohornishi Team.
Song : Modhur Modhur Kotha Koiya
Singer : Ohornishi Team
Lyrics : Akkas Dewan
Label : Ohornishi Team
Modhur Modhur Kotha Koiya Lyrics in Bengali
মধুর মধুর কথা কইয়া
চিত্তে দাগা দিল
আমায় মধুর মধুর কথা কইয়া
চিত্তে দাগা দিল
হায় গো সোনা বন্ধে
কি দোষে কান্দাইলো
হায় গো সোনা বন্ধে
কি দোষে কান্দাইলো
মনে ছিল আশা আমার
প্রানে ছিল আশা
বন্ধের সনে গহীন বনে
বাধবো সুখের বাসা
মনে ছিল আশা আমার
প্রানে ছিল আশা
বন্ধের সনে গহীন বনে
বাধবো সুখের বাসা
আমার আশার বাসা ভেঙ্গে
বন্দে কার মায়ায় মজিলো
আমার আশার বাসা ভেঙ্গে
বন্দে কার মায়ায় মজিলো
হায় গো সোনা বন্ধে
কি দোষে কান্দাইলো
হায় গো সোনা বন্ধে
কি দোষে কান্দাইলো
কান্দে পোড়া আখি আমি
কেমনে ঘরে থাকি
বন্ধের জন্য ছটফট করে
আমার পরান পাখি
কান্দে পোড়া আখি
আমি কেমনে ঘরে থাকি
বন্ধের জন্য ছটফট করে
আমার পরান পাখি
আমি পন্থের দিকে চাইয়া থাকি
এই বুঝি আসিল
আমি পন্থের দিকে চাইয়া থাকি
এই বুঝি আসিল
হায় গো সোনা বন্ধে
কি দোষে কান্দাইলো
হায় গো সোনা বন্ধে
কি দোষে কান্দাইলো
তারে না দেখিলে মরি
বলো উপায় কি যে করি
বন্ধুরে না পাইলে আমি
গলায় দেব দড়ি
তারে না দেখিলে মরি বলো
উপায় কি যে করি
বন্ধুরে না পাইলে আমি
গলায় দেব দড়ি
হায় গো লোকে বলবে
আক্কাস দেওয়ান কি মরায় মরিল
হায় গো লোকে বলবে
আক্কাস দেওয়ান কি মরায় মরিল
হায় গো সোনা বন্ধে
কি দোষে কান্দাইলো
মধুর মধুর কথা কইয়া
চিত্তে দাগা দিল
আমায় মধুর মধুর কথা কইয়া
চিত্তে দাগা দিল
হায় গো সোনা বন্ধে
কি দোষে কান্দাইলো
হায় গো সোনা বন্ধে
কি দোষে কান্দাইলো
হায় গো সোনা বন্ধে
কি দোষে কান্দাইলো