Mon Amar Kemon Kemon Kore ( মন আমার কেমন কেমন করে) Bangla Lyrics By Snigdhajit Bhowmik.

 Mon Amar Kemon Kemon Kore ( মন আমার কেমন কেমন করে) Bangla Lyrics By Snigdhajit Bhowmik.

Mon Amar Kemon Kemon Kore ( মন আমার কেমন কেমন করে) Bangla Lyrics By Snigdhajit Bhowmik.

Song Name :  Mon Amar Kemon Kemon Kore

Singer :  Snigdhajit Bhowmik

Tune & Music :  Barenya Saha

Lyrics :  Somraj Das, (Folk Line) Traditional

Music Label :  Zee Music Bangla

Release On :  2022-12-15

Mon Amar Kemon Kemon Kore Lyrics in Bengali 

বহুদিন তোর দেখা নাই

মনের দরিয়ায়

কতদিন থাকবি দূরে

ঘরে ফিরে আয়

বহুদিন তোর দেখা নাই

মনের দরিয়ায়

কতদিন থাকবি দূরে

ঘরে ফিরে আয়

ও মন ঘরে ফিরে আয়

আজও তোর ই অপেক্ষায়

হৃদয়ের পিঞ্জিরাখান

খুব যে ছটপটায়

পিরিত করি আয়

এই মনের আঙিনায়

সোহাগের গান শোনাবো

প্রেমের লহমায়

দরিয়ায় আইলো তুফান 

আয় কে যাবি রে

হেঁসে হেঁসে যাবি ভেসে মদিনা নগরে (২)

ধরো হাল শক্ত হাতে এ এ এ 

ধরো হাল শক্ত হাতে 

ভয় কি নদীর সাথে 

ধরো হাল শক্ত হাতে 

ভয় কি নদীর সাথে 

টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে

মন আমার কেমন কেমন করে

ও বধূ রে মন আমার কেমন কেমন করে

ও বধূ রে মন আমার কেমন কেমন করে

ও বধূ রে মন আমার কেমন

কেমন করে

মনের আঙিনায়

তারই বাহানায়

রাঙিয়ে রঙ-বেরঙে

সে কোথা পালায়

ও ও ও ও ও

মনের আঙিনায়

তারই বাহানায়

রাঙিয়ে রঙ-বেরঙে

সে কোথা পালায়

তারই পানে চোখ

এত অভিযোগ

ইশারায় ঈর্ষা করে

ভিনদেশে হারায় 

আয় ঘরে ফিরে আয়

কোনো মিথ্যে বাহানায়

তোর নামে গান বেঁধেছি

যতনে মায়ায়

পিরিত করি আয়

এই মনের আঙিনায়

সোহাগের গান শোনাবো

প্রেমের লহমায়

মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে

নবীজির ভরসা রেখে চলনা কলম পড়ে (২)

নাম নেবো মহম্মদে এ এ এ এর

নাম নেবো মহম্মদের 

কেটে যাবে ভয় বিপদের

নাম নেবো মহম্মদের 

কেটে যাবে ভয় বিপদের

সবার মাঝে তিনি বিরাজ করেন রে 

মন আমার কেমন কেমন করে

ও বধূ রে মন আমার কেমন কেমন করে

ও বধূ রে মন আমার কেমন কেমন করে

ও বধূ রে মন আমার কেমন কেমন করে 

মন আমার কেমন কেমন করে

ও বধূ রে মন আমার কেমন কেমন করে

ও বধূ রে মন আমার কেমন কেমন করে

ও বধূ রে মন আমার কেমন কেমন করে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *