Mon Ronger Achor( মন রঙের আচর) Bangla Lyrics By Tahsin Ahmed.
Here We Present You With the song ‘Mon Ronger Achor’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Tahsin Ahmed’. Lyrics Written By ‘Anwar Hossain Ador‘, Music Given By ‘Redwan’. This song published on Cd Choice YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song : Mon Ronger Achor
Singer : Tahsin Ahmed
Lyric : Anwar Hossain Ador
Tune : Tahsin Ahmed
Music : Redwan
Telefilm : Batch 27
Cast : Mithila & Apurba
Director : Mizanur Rahman Aryan
Label : Cd Choice
Mon Ronger Achor Song Lyrics
বয়ে যায় সময় একেলা দূরে
থেমে যাই ভেবে তোমায়
রয়ে যায় মনরঙের সেই আঁচড়
তোমারই নাম লেখায়
দখিনা সে হাওয়া
বলে মন জানালায়
নাম না জানা কোনও
পর্দা ওড়া মায়ায়
তোমার মনের ওই পথে
নেবে কি আমায় ডেকে
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
তোমার মনের ওই পথে
নেবে কি আমায় ডেকে
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
থেকে যাও এই আবেগে
হৃদয় আবছা আলোয়
কিছু লিখুক অকারণ
ভেজামেঘ বালুস্রোতে
রাত শিশির কালোয়
খুঁজুক ভোরের মন
আর আমার চোখে
ঘুম নামের কল্পনায়
তবে নেমে আসো
কোনও নতুন বোনা কথায়
তোমার মনের ওই পথে
নেবে কি আমায় ডেকে
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে