Mon Tori(মন তরী) Bangla Lyrics By Eleus Babu

Mon Tori(মন তরী) Bangla Lyrics By Eleus Babu

Song : Mon Tori

Vocal : Eleus Babu And Maria Afrin

Lyrics : Abegi Zakir 

Music : Iftekharul Ehtesham Lanin

Label : G Series 

Mon Tori Bangla Lyrics 

ভেড়াবো এই মন তরী 

বন্ধু তোর মন ঘাটে,

ভেড়াবো এই মন তরী 

বন্ধু তোর মন ঘাটে,

দূর আদ্যোপান সন্ধ্যে সকাল 

ভাসবো ঢেউয়ে 

প্রেম হওয়াতে,

দূর আদ্যোপান সন্ধ্যে সকাল 

ভাসবো ঢেউয়ে 

প্রেম হওয়াতে,

প্রেম হওয়াতে

তোর টানে ফিরে আসিবো

তোর মনে এই মন বাধিব,

তোর টানে ফিরে আসিবো

তোর মনে এই মন বাধিব,

তোর সাথে শেষ বিকেল

তোর চাওয়ায় সন্ধ্যে সাজাতে

তুই আছিস শুধু আমাতে

তোকে দেবোনারে হারাতে

দূর আদ্যোপান সন্ধ্যে সকাল 

ভাসবো ঢেউয়ে 

প্রেম হওয়াতে,

দূর আদ্যোপান সন্ধ্যে সকাল 

ভাসবো ঢেউয়ে 

প্রেম হওয়াতে,

প্রেম হওয়াতে,

তোর বুকে রাত্রি ঘুমাবো

তোর চোখে সপ্ন বুনাবো,

তোর বুকে রাত্রি ঘুমাবো

তোর চোখে সপ্ন বুনাবো

তোর প্রেমে হবে ভোর 

তোর মায়ায় মন রাঙাতে,

তুই আছিস শুধু আমাতে

তোকে দেবোনারে হারাতে,

দূর আদ্যোপান সন্ধ্যে সকাল 

ভাসবো ঢেউয়ে 

প্রেম হওয়াতে,

দূর আদ্যোপান সন্ধ্যে সকাল 

ভাসবো ঢেউয়ে 

প্রেম হওয়াতে,

প্রেম হওয়াতে।।

Mon Tori Bangla Lyrics

Verabo ei mon tori

Bondhu tor mon ghate

Verabo ei mon tori

Bondhu tor mon ghate

Dur addhopan sondhe sokal

Vashbo dhew e 

Prem hoyate

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *