Mon Vanga Ek Manush Ami Bangla Song Lyrics By Samz Vai.

Mon Vanga Ek Manush Ami Bangla Song Lyrics By Samz Vai.

Mon Vanga Ek Manush Ami গানটি গেয়েছেন Samz Vai । গানের লিরিক্স দিয়েছেন Nurealam Mamun । এবং গানটি Antor Multimedia YouTube চ্যানেল  এ প্রকাশিত হয়েছে। আশা করছি Mon Vanga Ek Manush Ami গানের লিরিক্স টি ভাল লাগবে।

Song : Mon Vanga Ek Manush Ami

Singer : Samz Vai

Lyrics : Nurealam Mamun

Music : Ahmed Sajeeb

Tune : Akram Khan

Label : Antor Multimedia 

Mon Vanga Ek Manush Ami Song Lyrics 

মন ভাঙ্গা এক মানুষ আমি

হইলাম যাযাবর,

আপন মানুষ বিনা দোষে

করছে আমায় পর। 

মন ভাঙ্গা এক মানুষ আমি

হইলাম যাযাবর,

আপন মানুষ বিনা দোষে

করছে আমায় পর। 

এমন ভালোবাসাতাম তারে

ছিলো না রে ভুল,

এতটুকু বাসলে ভালো

পাথর হইতো ফুল,

ওরে, এতটুকু বাসলে ভালো

পাথর হইতো ফুল।।

দমে দমে লইতাম আমি

বেইমানটার নাম,

হাসি মুখের ছলনাতে

দিলো প্রেমের দাম,

তার সাথে তো করতাম না রে

অন্য কিছুর তুল,

এতটুকু বাসলে ভালো

পাথর হইতো ফুল,

ওরে, এতটুকু বাসলে ভালো

পাথর হইতো ফুল।।

যারে আমি ভাইবা ছিলাম 

আমার মনের সব,

আমায় নিয়া খেইলা গেলো 

হইয়া নীরব,

সরল হয়ে দিলাম আমি

ভুলেরই মাশুল,

এতটুকু বাসলে ভালো

পাথর হইতো ফুল,

ওরে, এতটুকু বাসলে ভালো

পাথর হইতো ফুল।

মন ভাঙ্গা এক মানুষ আমি

হইলাম যাযাবর,

আপন মানুষ বিনা দোষে

করছে আমায় পর। 

এমন ভালোবাসাতাম তারে

ছিলো না রে ভুল,

এতটুকু বাসলে ভালো

পাথর হইতো ফুল,

ওরে, এতটুকু বাসলে ভালো

পাথর হইতো ফুল।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *