Mone Na Rong Lagle Bangla Lyrics By Kishore Kumar & Asha Boshle.
Mone Na Rong Lagle Bangla Lyrics By Kishore Kumar & Asha Boshle.
Song Name : Mone Na Rong Lagle
গান : মনে না রঙ লাগলে
Singer(s) : Kishore Kumar & Asha Boshle
Tune / Music : Shyamal Mitra
Lyricist : Gauriprasanna Mazumder
Music Label : Saregama India Limited
Star Cast : Uttam Kumar, Indrani Mukerjee, Asit Sen, Prema Narayan, Amjad Khan, Sulakshana Pandit, Amrish Puri, Dutpal Dutta, Satyen Kappu and Others
Release On : 1978-01-12
Mone Na Rong Lagle Lyrics in Bengali
নে না রং লাগলে কবে
এ হোলি কেমন হোলি
না লাগলে রং
ফোটে কি আর
যৌবনেরই কলি
এই যৌবনের কলি
হোলি হোলি হোলি
হোলি হোলি
মনে না রং লাগলে কবে
এ হোলি কেমন হোলি
না লাগলে রং
ফোটে কি আর
যৌবনেরই কলি
এই যৌবনের কলি
হোলি হোলি হোলি
হোলি হোলি
(সে যদি না আসে ওগো
কুম কুমে কি হবে
পিচকারিতে রঙ ভরে আর
লাভ কি বলো তবে) – ২
ফাগের আবীর ছড়িয়ে এলো
ফাগুয়ার ফাগুন
মনটা কি যে জ্বলে জ্বালায়
রঙের এ আগুন
কেউ কি জানে মনেপ্রাণে
কিসে জ্বালায় জ্বলি
আমার মনে রং মিশিয়ে
খেলবো রক্ত হোলি
আমি খেলবো রক্ত হোলি
হোলি হোলি হোলি হোলি হোলি
মনে না রং লাগলে তবে
এ হোলি কেমন হোলি
না লাগলে রং ফোটে কি আর
যৌবনেরই কলি
এই যৌবনের কলি
হোলি হোলি হোলি
হোলি হোলি
কেউ কি জানে কিসের খোঁজে
এ চোখ নজর রাখে
এ বালা কার বলবে যে আজ
এ মন দেব তাকে
বালা কার এ বালা কার
হাত বাড়াও এ বালা যার
কেউ কি জানে কিসের খোঁজে
এ চোখ নজর রাখে
এ বালা কার বলবে যে আজ
এ মন দিবো তাকে
মনের কথা মনই জানে
কি করে আর বলি
আমার মনের রঙ মিশিয়ে
খেলবো রক্ত হোলি
কেউ কি জানে মনে প্রাণে
কিসে জ্বালায় জ্বলি
আমার মনে রং মিশিয়ে
খেলবো রক্ত হোলি
আমি খেলবো রক্ত হোলি
হোলি হোলি হোলি হোলি
হোলি হোলি হোলি হোলি