Mone Rekho Amar E Gaan Bangla Lyrics By Shreya Ghoshal.
Mone Rekho Amar E Gaan Bangla Lyrics By Shreya Ghoshal.
Here We Present You With the song ‘Mone Rekho Amar E Gaan’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Shreya Ghoshal & Sonu Nigam’. Lyrics Written By ‘Gautam Susmit‘, Music Given By ‘Jeet Gannguli’. This song published on SVF YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song: Mone Rekho Amar E Gaan
Singer: Shreya Ghoshal & Sonu Nigam
Lyrics: Gautam Susmit
Music: Jeet Gannguli
Music Label: SVF
Mone Rekho Amar E Gaan Song Lyrics
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।
শুধু মনে রেখো আমার এ গান।
কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে আজও শোনানো
ও.. হয়নি তোমাকে আজও শোনানো,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান,
শুধু মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।
তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে ভাল সে বাসে,
তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে ভাল সে বাসে,
তার মনের যত কথা
আর গোপন প্রেমের ব্যথা,
তার মনের যত কথা
আর গোপন প্রেমের ব্যথা,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।
যদি গো তোমায় বলি আমি তার নাম,
তুমি কি বাসবে ভালো দেবে তার দাম ?
যদি গো তোমায় বলি আমি তার নাম,
তুমি কি বাসবে ভালো দেবে তার দাম ?
কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান,
কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।
কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে আজও শোনানো
ও.. হয়নি তোমাকে আজও শোনানো,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।