Moner Password ( মনের পাসওয়ার্ড) Bangla Lyrics By Anupam Roy.

 Moner Password ( মনের পাসওয়ার্ড) Bangla Lyrics By Anupam Roy.

Moner Password ( মনের পাসওয়ার্ড) Bangla Lyrics By Anupam Roy.

Song Name :  Moner Password

Singer :  Anupam Roy

Tune & Music :  Diptendu Das

Lyrics :  Anupam Roy

Moner Password Lyrics in Bengali 

আজ তোমার হাতে কি সময় আছে 

গতমাসে বললে পরীক্ষা কাছে 

আজ তো পুজোর দিন পড়াশোনা নেই 

অনেক কথা আছে বলার তোমাকে 

সকাল সন্ধে যায় তোমার অপেক্ষায়

পাঁচটা মিনিট দাও তোমায় গান শোনাই 

হাজার মুখের ভিড়ে তুমি ছিলে হলুদ শাড়িতে 

তোমাকে দেখতে পেয়ে ছুটে এলাম এ কেলেঙ্কারিতে 

তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো

আজ তবে বুঝিয়ে দাও 

তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো

আজ তবে বুঝিয়ে দাও 

এই মাইক্রোফোনের মুখে মুখ রেখে

চিৎকার করে তুমি শুনিয়ে দাও 

তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো

আজ তবে বুঝিয়ে দাও 

Let me sign in sign in sign in sign in – 

মনের পাসওয়ার্ডটা কী 

Let me sign in sign in sign in sign in – 

মনের পাসওয়ার্ডটা কী 

আমি ডিম ভাজতে পারি

প্রয়োজন এলে 

আমি চা সিগারেট খাই না

কোনো নেশা নেই 

তুমি চাকরি যদি পেলে

অন্য স্টেটে 

লঙ ডিস্টান্স প্রেমেও নেই

আপত্তি যে 

দুজনে রাত্তিরে

করব ভিডিও চ্যাট 

তারপর একদিন ঠিক

শহরে কিনব ফ্ল্যাট 

জানি এই স্বপ্ন দেখার সাবস্ক্রিবশানে

পয়সা লাগে না 

তোমার ঘুমিয়ে থাকা অনুভূতি

কেন জাগে না 

তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো

আজ তবে বুঝিয়ে দাও 

তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো

আজ তবে বুঝিয়ে দাও 

এই মাইক্রোফোনের মুখে মুখ রেখে

চিৎকার করে তুমি শুনিয়ে দাও 

তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো

আজ তবে বুঝিয়ে দাও 

Let me sign in sign in sign in sign in – 

মনের পাসওয়ার্ডটা কী 

Let me sign in sign in sign in sign in – 

মনের পাসওয়ার্ডটা কী 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *