Moner Vitore Moner Bahire ( মনের ভিতরে মনের বাহিরে) Bangla Lyrics By Nancy & Monir.
Moner Vitore Moner Bahire ( মনের ভিতরে মনের বাহিরে) Bangla Lyrics By Nancy & Monir.
Song : Moner Vitore Moner Bahire
Singer : Nancy & Monir
Lyrics : Shah Alom Sarkar
Music : Emon Shaha
Directed by : Wajed Ali Sumon
Distributed by : Jaaz Multimedia & Eskay Movies
Moner Vitore Moner Bahire Song Lyrics
মনের ভিতরে, মনের বাহিরে,
তুমি ছাড়া আর কেহ নাই,
মনের ভিতরে, মনের বাহিরে,
তুমি ছাড়া আর কেহ নাই,
আমার এ দেহের দখল
আমার এ রুপের সকল,
আমার এ দেহের দখল
আমার এ রুপের সকল,
তোমায় দিলাম তাই –
তুমি ছাড়া আর কেহ নাই।
মনের ভিতরে, মনের বাহিরে,
তুমি ছাড়া আর কেহ নাই।।
জল বিনে মাছ মরে যেমন
তুমি বিনে আমি তেমন গো,
আগুণে পুঁড়ে পতঙ্গ
তোমার প্রেমে আমার অঙ্গ গো।
জল বিনে মাছ মরে যেমন
তুমি বিনে আমি তেমন গো,
আগুণে পুঁড়ে পতঙ্গ
তোমার প্রেমে আমার অঙ্গ গো।
এ রাত চন্দণে, বাহু-বন্ধনে
তোমার প্রেমে পুঁড়ে হবো ছাই,
আমার এ দেহের দখল
আমার এ রুপের সকল,
তোমায় দিলাম তাই –
তুমি ছাড়া আর কেহ নাই
তুমি ছাড়া আর কেহ নাই।।
আমি ফুল, তুমি অলি
অলি চিনে ফুলের কলি গো,
মাটির বুকে বৃক্ষ থাকে
তেমন তুমি আমার বুকে গো।
নিশী-নির্জনে, বসে দু’জনে
তুমি আমি খেলব প্রেমেরলাই,
আমার এ দেহের দখল
আমার এ রুপের সকল,
তোমায় দিলাম তাই –
তুমি ছাড়া আর কেহ নাই,
মনের ভিতরে, মনের বাহিরে,
তুমি ছাড়া আর কেহ নাই
তুমি ছাড়া আর কেহ নাই।।