Monta Amar(মনটা আমার) Bangla Lyrics By FA Sumon
Monta Amar(মনটা আমার) Bangla Lyrics By FA Sumon
Song : Monta Amar
Vocal : FA Sumon
Lyrics : Ahmed Kosru
Tune: F.A. Pritom
Nusic Wahed Shahin
Monta Amar Bangla Lyrics
মনটা আমার খা খা করে
তোর লাগিয়া
পাষাণ বন্ধু চইলা
গেলি আমায় ছাইরা
মনটা আমার খা খা করে
তোর লাগিয়া
পাষাণ বন্ধু চইলা
গেলি আমায় ছাইরা
এ কেমন ভালো বাসা
তোর মনে নাই মায়া
তোর কারনে পুরে বন্ধু
আমার সাধের কায়া
এ কেমন ভালো বাসা
তোর মনে নাই মায়া
তোর কারনে পুরে বন্ধু
আমার সাধের কায়া
মনটা আমার খা খা করে
তোর লাগিয়া
পাষাণ বন্ধু চইলা
গেলি আমায় ছাইরা
নিশিদিন মনের ঘরে
তোরই আরাধনা
বুঝলিনারে পাষাণ বন্ধু
আমার এই যন্ত্রণা
নিশিদিন মনের ঘরে
তোরই আরাধনা
বুঝলিনারে পাষাণ বন্ধু
আমার এই যন্ত্রণা
এ কেমন ভালো বাসা
তোর মনে নাই মায়া
তোর কারনে পুরে বন্ধু
আমার সাধের কায়া
এ কেমন ভালো বাসা
তোর মনে নাই মায়া
তোর কারনে পুরে বন্ধু
আমার সাধের কায়া
মনটা আমার খা খা করে
তোর লাগিয়া
পাষাণ বন্ধু চইলা
গেলি আমায় ছাইরা
প্রেমের তরে উজার করে
দিয়া সোলো আনা
আমার চোখের অস্রু ফোটা
বরন হয় না
প্রেমের তরে উজার করে
দিয়া সোলো আনা
আমার চোখের অস্রু ফোটা
বরন হয় না,
এ কেমন ভালো বাসা
তোর মনে নাই মায়া
তোর কারনে পুরে বন্ধু
আমার সাধের কায়া
এ কেমন ভালো বাসা
তোর মনে নাই মায়া
তোর কারনে পুরে বন্ধু
আমার সাধের কায়া
মনটা আমার খা খা করে
তোর লাগিয়া
পাষাণ বন্ধু চইলা
গেলি আমায় ছাইরা
মনটা আমার খা খা করে
তোর লাগিয়া
পাষাণ বন্ধু চইলা
গেলি আমায় ছাইরা
এ কেমন ভালো বাসা
তোর মনে নাই মায়া
তোর কারনে পুরে বন্ধু
আমার সাধের কায়া
এ কেমন ভালো বাসা
তোর মনে নাই মায়া
তোর কারনে পুরে বন্ধু
আমার সাধের কায়া।।
Monta Amar Bangla Lyrics
Monta Amar kha kha kore
Tor lagiya
Pashan bondhu coila geli
Amay chaira
E kemon valobasa
Tor mone nai maya
Tor karone pore bondhu
Amar sadher kaya.