Monta Obaddho(মনটা অবাধ্য) Bangla Lyrics By Mahtim Shakib
Monta Obaddho(মনটা অবাধ্য) Bangla Lyrics By Mahtim Shakib
Song : Monta Obaddho
Vocal : Mahtim Shakib
Lyrics : Prosenjit Ojha
Tune : Bahauddin Rimon
Label : Studio Protunebd
Monta Obaddho Bangla Lyrics
ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে
ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে
আমার এ মন তোমার মনের পাড়ায়
বোকাসোকা হয়ে আড়ালে
আবডালে দাড়ায়
তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই
যাচ্ছে ক্রমশ
ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে
বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল
বাস্তবতায় খাবি খায়,
শুধু হারায় না তার মনোবল
বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল
বাস্তবতায় খাবি খায়,
শুধু হারায় না তার মনোবল
তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ
ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে
কেনো যে তোমার সাথে মনের এত টান
কথা হয়’নাই দেখেছি শুধু
তবু কীসের অভিমান
কেনো যে তোমার সাথে মনের এত টান
কথা হয়’নাই দেখেছি শুধু
তবু কীসের অভিমান
তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ
ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।।
Monta Obaddho Bangla Lyrics
Ghum cole jay tomar chokhe berate
Parina take kono vabe ferate
Amar e mon tomar moner paray
Bokasoka hoye arale abdale daray
Tomake choyar neito amar saddho
Dekhte paoya seito boro vaggo