Mor Jiboner Duti Rati Bangla Song Lyrics By Kumar Sanu.

Mor Jiboner Duti Rati Bangla Song Lyrics By Kumar Sanu.

Mor Jiboner Duti Rati Bangla Song Lyrics By Kumar Sanu.

Mor Jiboner Duti Rati গানটি গেয়েছেন Kumar Sanu। গানের লিরিক্স দিয়েছেন Pranab Roy। এবং গানটি Sony Music YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি Mor Jiboner Duti Rati গানের লিরিক্স টি ভাল লাগবে। 

Song : Mor Jiboner Duti Rati

Singer : Kumar Sanu

Lyrics : Pranab Roy

Composer : Kamal Dasgupta

Label : Sony Music

Mor Jiboner Duti Rati Song Lyrics

মোর জীবনের দুটি রাতি

জীবনের দুটি রাতি,

মোর জীবনের দুটি রাতি

জীবনের দুটি রাতি,

তারই স্মৃতি লয়ে, মনের গহনে

জ্বলে আজও দুটি বাতি

জীবনের দুটি রাতি। 

মোর জীবনের দুটি রাতি

জীবনের দুটি রাতি।। 

একটি নিশীথে শুধু কাছে পাওয়া

একটিতে হায়, দূরে চলে যাওয়া,

একটি নিশীথে শুধু কাছে পাওয়া

একটিতে হায়, দূরে চলে যাওয়া,

মনে পড়ে, মনে পড়ে আজও

কবে মালা দিলো,

ভুলে গেলো কবে সাথী

জীবনের দুটি রাতি। 

মোর জীবনের দুটি রাতি

জীবনের দুটি রাতি।। 

একটি রজনী আনিল জীবনে

শত ফাগুনের দান, মিলনের যত গান,

একটি রজনী আনিল জীবনে

শত ফাগুনের দান, মিলনের যত গান,

একটি রজনী আঁখি কোনে মোর

দিয়ে গেলো হায়, শুধু আঁখিলোর। 

মিলন বিরহ তাই, মিলন বিরহ

দুটি ফুলে আজই, স্মৃতির মালিকা গাঁথি 

জীবনের দুটি রাতি। 

মোর জীবনের দুটি রাতি

জীবনের দুটি রাতি,

মোর জীবনের দুটি রাতি

জীবনের দুটি রাতি।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *