Moron ( মরন) Bangla Lyrics By Gogon Sakib
Moron ( মরন) Bangla Lyrics By Gogon Sakib
Song : Moron
Vocal : Gogon Sakib
Lyrics : Gogon Sakib And Riaz
Tune : Riaz
Label : Samsul Official
Moron Bangla Lyrics
মরনেরই খুব নিকটে
বন্ধু আমার নাম
পৌছে যাবে তোমার বাড়ি
রক্ত রঙের খাম
কান্না মোছার আগে সেদিন
ছুটে আসলেও আর
পাবেনা সে আগের আমি
হাসি মুখ আমার
আমার মলিন মুখের
চক্ষু দুইটাকে
কেদোনা তুমি বন্ধ দেখে
আমার মৃত মুখে
হাসি না থাকলে
হাসবো তোমায়
পেলে হাসরে
লোক সমাগম হবে সেদিন
আমার বাড়িতে
সময় মত যাবেও চলে
বিদায় জানিয়ে
সাদা কাফন দিয়ে হবে
আমায় মোড়ানো
শেষ বিদায়ের আগে হবে
পালকি চড়ানো
আমার মলিন মুখের
চক্ষু দুইটাকে
কেদনা তুমি বন্ধ দেখে
আমার মলিন মুখের
চক্ষু দুইটাকে
কেদোনা তুমি বন্ধ দেখে
আমার মৃত মুখে
হাসি না থাকলে
হাসবো তোমায়
পেলে হাসরে
তুমি যদি বুক ফাটিয়ে
কান্না জুড়ে দাও
এই পৃথিবীর তরে আমায়
পাবেনা কোথাও
তার চেয়ে ভালো
লোক দেখানো
কান্না কেদো তুমি
ঘুম শহরে তোমার আশায়
বসে থাকবো আমি
আমার মলিন মুখের
চক্ষু দুইটাকে
কেদনা তুমি বন্ধ দেখে
আমার মৃত মুখে
হাসি না থাকলে
হাসবো তোমায় পেলে হাসরে
Moron Bangla Lyrics
Moroneri khub nikote
Bondhu amar nam
Pouche jabe tomar bari
Rokte ranga kham
Kanna mochar age sedin
Chute asleo r
Pabena se ager ami
Hasi mukh amar
Amar molin mukher
Cokkhu duitake
Kedona tumi bondho dekhe.