Mukti Dao (মুক্তি দাও) Bangla Lyrics By Sonu Nigam.
Mukti Dao (মুক্তি দাও) Bangla Lyrics By Sonu Nigam.
Song : Mukti Dao
Singer : Sonu Nigam
Music, Lyrics and Composition : Nilayan Chatterjee
Music arrangement and
production : Soumyadeep Subhadeep
Director : Pathikrit Basu
DOP : Modhura Palit
Cinematography : Modhura Palit
Production : Dev Entertainment Ventures Pvt. Ltd.
Music Label : Sony Music India
Mukti Dao Bangla Lyrics
আমি বেমানান
কেন থাকবো যুক্তি দাও
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও।
আমার শিকড় হাজার ঝড়ে
হাল ছেড়েছে মাটি,
মালির জমি কম পড়েছে
কাঠুরিয়া ডাকি
ইচ্ছেরা খড়খড়ে
ছড়ে গেছে মন,
কাছের মানুষ হাজার তবু
হাতে গোনা আপন।
যেতে দাও এবার
ব্যথা বাড়তে কেন দাও,
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও।
শুনতে হয় তাই শোনে
টানের বড় মন,
মেঘের পরশ বাড়ি খোঁজে
পেয়ে শুধুই গোপন।
আলোর কালচে কোনে
কান্না মাখি গায়,
তুমিও শেষে আমায় ভুলে
ভাবতে থেকো প্রায়।
যেতে দাও এবার
ব্যথা বাড়তে কেন দাও,
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও
যদি ভালইবাসো আমায় মুক্তি দাও,
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও।।