Murali Kande ( মুরলী কাঁদে) Bangla Song Lyrics By Madhuraa Bhattacharya.
Murali Kande ( মুরলী কাঁদে) Bangla Song Lyrics By Madhuraa Bhattacharya.
Song : Murali Kande
Composer & Lyricist : Atul Prasad Sen
Singer : Madhuraa Bhattacharya
Mix & Mastered by : Rupak Tiary
Song Supervised by : Sampa Bhattacharya
Label : SVF Devotional
Murali Kande Song Lyrics
মুরলী কাঁদে রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে,
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
রাধে রাধে বোলে,
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।
দেখো যমুনা জলে শূন্য তরী দোলে
শূন্য ঝোলে ঝুলা নীপতরু তলে,
দেখো যমুনা জলে শূন্য তরী দোলে
শূন্য ঝোলে ঝুলা নীপতরু তলে,
রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে,
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।।
কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলেনা শিখি
পবন থাকি থাকি দীরঘ নিঃশ্বাস ফেলে,
কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলেনা শিখি
পবন থাকি থাকি দীরঘ নিঃশ্বাস ফেলে,
এসো গো মানিনী মাধো বিমোহিনী
এসো বিরোহিনী এসো বঁধু গলে,
এসো গো মানিনী মাধো বিমোহিনী
এসো বিরোহিনী এসো বঁধু গলে,
শ্যাম শ্যাম বোলে।
মুরলী কাঁদে রাধে রাধে বোলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে,
রাধে রাধে বোলে,
মুরলী কাঁদে রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।।