Murir Tin Bangla Lyrics By Coke Studio Bangla Season 2

 Murir Tin Bangla Lyrics By Coke Studio Bangla Season 2

Murir Tin Bangla Lyrics By Coke Studio Bangla Season 2


Song Name :  Murir Tin

গান :  মুড়ির টিন

Singer(s) :  Riad Hasan, Pollob Vai, Towfique Ahmed, Rubayat Rehman, Jannatul Firdous Akbar, Shanila Islam, Shuvendu Das Shuvo

Tune / Music :  Shuvendu Das Shuvo

Lyricist :  Riad Hasan, Pollob Vai (Sylheti Rap), Towfique Ahmed (Khulna Rap)

Music Label :  Coke Studio Bangla  

Release On :  2023-02-14

Murir Tin Lyrics in Bengali 

হালু গাড়ত্তুন সাইজী গাড়ি লই আল্লার নাম

এক ঘণ্টা পার হয়ে গেই আইজু

বদারহাট ন আইলাম

কুড়র ডইলে জুরি জুরি জলের গাড়ি গান

ড্রাইভারত্তে সুইট বুইট নাই যাত্রী ভেরেশন

ওরে টিয়ে টিয়ে মানুষ লহর গায়ে গায়ে লাগা

তুই চিড়ুর মা যদি নায়রে ট্যাংরা হিবর জাগা

হাক্কু হাঁসের হুক্কুর হুক্কুর শিনত ফইজে টান

ফিসু সিরুত বইবো আনা লেহী রেই গান

এই হালু গাইট্টে মুড়ির টিন

হালু গাইট্টে মুড়ির টিন

এই হালু গাইট্টে মুড়ির টিন

হালু গাইট্টে মুড়ির টিন

রাস্তা রয় মা বাপ নাই

হতন ফর ফর গাঁথা

গাঁতাত ফইল্লে উল্ডি আইয়ে

হইল যে গুইল যে মাথা

চ্যান্ডে আনে বেরেক করে

সকের জামপান নাই

বেরেক সুডে গাড়ির ভূতুরে

মানুষের বাড়ি হায়

হদুন মানুষ পিসে হালি লাহি

সামনে আহে না মরে

আর গধুনে উড়ি মইসুডইল্লে

সাইটা সাইটই গড়ে

হাক্কু গাইলডার ওড় ড্রাইভার

তিয়ে ন ডাই স্টান

ফিসু সিরুত বইবো আনা লেহী রেই গান

এই হালু গাইট্টে মুড়ির টিন

হালু গাইট্টে মুড়ির টিন

এই হালু গাইট্টে মুড়ির টিন

হালু গাইট্টে মুড়ির টিন

কেউ উঠে কেউ নামে কেউ ঘুরে

কেউ খামে বাস থামে কেউ ঢুকে জামে দিয়ে বামে

সিট খালি নাই কেনে দাও গালি ভাই

আইও আমার কুলে বইয়া যাইবে আধা দামে

চাচা সরি এক হাত লম্বা দাড়ি

ফাউ ফাইরা মারি

দিসি দিস ঝাড়ি

সিলেট আমার বাড়ি

বাদ দিলাও রইবা তুমারেও তো

দেখতে লাগে মৌলবি বাজারি

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *