Na Evabe Na (না এভাবে না) Bangla Lyrics By Sheikh Sadi.

 Na Evabe Na (না এভাবে না) Bangla Lyrics By Sheikh Sadi. 

Song : Na Evabe Na 

Singer : Shiekh Sadi 

Lyric : Shiekh Sadi

Tune  : Shiekh Sadi

Music : Mahmudul Hasan

Album : Na Evabe Na

Label : Cd Choice

Na Evabe Na Bangla Lyrics 

তোমার স্মরণে রাত কাটাতে আর পারি না

প্রহর গুনে পথে তাকাতে আর পারি না

তোমায় নিয়ে দেখা স্বপ্ন মনে পড়ে রোজ রোজ,

অবেলায়

তুমি পাশে এসে বসবে না ভাবতে মন না চায়

না এভাবে না, আমি মানি না

তুমি ছাড়া এই পৃথিবী চাই না

না এভাবে না, আমি মানি না

তুমি ছাড়া এই পৃথিবী চাই না

তোমায় দেখবো আমি সাথে 

তোমার স্বামী হাতে ঘড়িটাও বেশ দামী

আমি হেরেছি নিজের চোখে তোমায় হারিয়ে

অপদার্থ আমি সমাজের ভিরে

না এভাবে না, আমি মানি না

তুমি ছাড়া এই পৃথিবী চাই না

না এভাবে না, আমি মানি না

তুমি ছাড়া এই পৃথিবী চাই না

ভুলে যাই তবু মাঝে মাঝে

স্মরণে তুমি এসে কেন দেখা দাও

স্বার্থপর ছিলকে তুমি নাকি ভালোবাসা,

এমনটাই হয়

না এভাবে না, আমি মানি না

তুমি ছাড়া এই পৃথিবী চাই না

না এভাবে না, আমি মানি না

তুমি ছাড়া এই পৃথিবী চাই না।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *