Nagor Amar (নাগর আমার) Bangla Lyrics By Chandrani Bhattacharya.

 Nagor Amar (নাগর আমার) Bangla Lyrics By Chandrani Bhattacharya.

Nagor Amar (নাগর আমার) Bangla Lyrics By Chandrani Bhattacharya.

Song: Nagor Amar l নাগর আমার

Lyrics: Snehasish Chakraborty & Sri Barun, 

Music: Snehasish Chakraborty,

Singer: Chandrani Bhattacharya

Label: Blues

Nagor Amar Lyrics in Bengali 

নাগর আমার নিঠুর বড়

মন ও বোঝে না,

আমার ভাঙ্গা খাঁচা পড়ে আছে

সেতো আসে না ,

পোড়া মনে ভালবাসা,বাসা বাধে না

পোড়া মনে ভালবাসা,বাসা বাধে না

ওগো নাগর আমার নিঠুর বড়

মন ও বোঝে না,

আমার ভাঙ্গা খাঁচা পড়ে আছে

সেতো আসে না ,

পোড়া মনে ভালবাসা,বাসা বাধে না

পোড়া মনে ভালবাসা,বাসা বাধে না

কালা আমার বোঝে নারে

আমি যে তার রাই

তারে বীনা বিরহতে

জ্বলে পুড়ে ছাই..

কালা আমার বোঝে নারে

আমি যে তার রাই

তারে বীনা বিরহতে

জ্বলে পুড়ে ছাই..

বাঁশি যে তার ডাকে নারে,

কেমনে বাঁচি ছাড়া তারে,

বাঁশি যে তার ডাকে নারে,

কেমনে বাঁচি ছাড়া তারে,

পরান কাঁদে তবু আমার, দু’চোখ কাদে না ,

ভাঙ্গা মনে ভালবাসা বাসা বাধে না

আঁখি ভড়ে দেখি তারে, পরাণ দিয়া ছুঁই..

যতই মোরে দূরে সরায়, তত কাছে রই…

আঁখি ভড়ে দেখি তারে, পরাণ দিয়া ছুঁই..

যতই মোরে দূরে সরায়, তত কাছে রই…

হায়রে একি তার ছলনা

কেনো মোরে দেয় বেদনা

হায়রে একি তার ছলনা

কেনো মোরে দেয় বেদনা

বোবা মনের ভালবাসা, সে তো বোঝেনা

বোবা মনের ভালবাসা সে তো বোঝেনা

নাগর আমার নিঠুর বড়

মন ও বোঝে না,

আমার ভাঙ্গা খাঁচা পড়ে আছে

সেতো আসে না ,

পোড়া মনে ভালবাসা,বাসা বাধে না

পোড়া মনে ভালবাসা,বাসা বাধে না

পোড়া মনে ভালবাসা,বাসা বাধে না

পোড়া মনে ভালবাসা,বাসা বাধে না

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *