Nai Nai Bhoy Hobe Hobe Joy (নাই নাই ভয়, হবে হবে জয়) Bangla Lyrics By Pubali Debnath.
Nai Nai Bhoy Hobe Hobe Joy (নাই নাই ভয়, হবে হবে জয়) Bangla Lyrics By Pubali Debnath.
Song : Nai Nai Bhoy Hobe Hobe Joy
Singer : Pubali Debnath
Lyrics & Tune : Rabindranath Tagore
Music Label : Bhavna Records & Cassettes
Release On : 20 January 2022
Nai Nai Bhoy Hobe Hobe Joy Lyrics in Bengali
নাই নাই ভয়, হবে হবে জয়
খুলে যাবে এই দ্বার
খুলে যাবে এই দ্বার
নাই নাই ভয়, জানি জানি তোর
বন্ধনডোর ছিঁড়ে যাবে বারে বার
ছিঁড়ে যাবে বারে বার
নাই নাই ভয়
খনে খনে তুই হারায়ে আপনা
সুপ্তিনিশীথ করিস যাপনা
খনে খনে তুই হারায়ে আপনা
সুপ্তিনিশীথ করিস যাপনা
বারে বারে তোরে ফিরে পেতে হবে
বিশ্বের অধিকার
নাই নাই ভয়
নাই নাই ভয় হবে হবে জয়
খুলে যাবে এই দ্বার
খুলে যাবে এই দ্বার
নাই নাই ভয়
স্থলে জলে তোর আছে আহ্বান
আহ্বান লোকালয়ে
চিরদিন তুই গাহিবি যে গান
সুখে দুখে লাজে ভয়ে
ফুল-পল্লব নদীনির্ঝর
সুরে সুরে তোর মিলাইবে স্বর
ফুল-পল্লব নদীনির্ঝর
সুরে সুরে তোর মিলাইবে স্বর
ছন্দে যে তোর স্পন্দিত হবে
আলোক অন্ধকার
নাই নাই ভয়
নাই নাই ভয়, হবে হবে জয়
খুলে যাবে এই দ্বার
খুলে যাবে এই দ্বার
নাই নাই ভয়, জানি জানি তোর
বন্ধনডোর ছিঁড়ে যাবে বারে বার
ছিঁড়ে যাবে বারে বার
নাই নাই ভয়