Nesha (নেশা) Bangla Lyrics By Arman Alif
Nesha (নেশা) Bangla Lyrics By Arman Alif
Song : Nesha
Vocal : Arman Alif
Lyrics : Arman Alif
Nesha Bangla Lyrics
তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেলো, আমার ঠিকানা।
তোমার মতো থাকলা
তুমি খবর নিলা না,
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা?
তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেলো, আমার ঠিকানা।
তোমার মতো থাকলা
তুমি খবর নিলা না,
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা?
আইজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো,
খবর নিও না।
থাকতে হবে তোমায় ছাড়া, কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেছে কালো,
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো
থাকতে হবে তোমায় ছাড়া, কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেছে কালো,
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো
আইজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো,
খবর নিও না।
আমি যেনো কোনদিনও সিগারেট না ছুঁই,
বলতা তুমি করতা শাসন
লাগতোরে ভালোই
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব,
এখন শাসন করা মায়াবতি
কই গেলা কই?
আমি যেনো কোনদিনও সিগারেট না ছুঁই,
বলতা তুমি করতা শাসন
লাগতোরে ভালোই
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব,
এখন শাসন করা মায়াবতি
কই গেলা কই?
আইজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো,
খবর নিও না
আইজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো,
খবর নিও না।
আরো পড়ুন ঃ Oporadhi By Arman Alif
Nesha Bangla Lyrics
Tomar neshay poira ami holam diyona
Tomar jonno haray gelo amar thikana
Tomar moto thakla tumi
Khobor nila na
Tomar kajol ronge rangao
tumi kar angina
Aij amar vitor jurei
Sudhu neshar bosobas
Nesha hasay nesha kaday
Nai ami amar
Roj bikaler moto tomay r to dekhi na
Ami amar motoi thakbo valo
Khobor nio na.