Netaji (নেতাজী) Bangla Lyrics By Bibhabendu Bhattacharya.
Netaji (নেতাজী) Bangla Lyrics By Bibhabendu Bhattacharya.
Song : Netaji
Singer : Bibhabendu Bhattacharya
Lyrics : Ujjwal Ghosh
Composer : Bibhabendu Bhattacharya
Music Arrangement And Programming : Sourav Biswas
Mixing And Mastering : Goutam Debnath
Studio : Kushum
Category : Bengali Patriotic
Music Label : Inreco
Release On : August 12, 2018
Netaji Lyrics In Bengali
যদি বা কোনো চাবুকের দিনে
তোমার মুষ্টি জাগে,
যদি বা কোনো চাবুকের দিনে
তোমার মুষ্টি জাগে,
জেনো তোমার রক্তমিছিলে
নেতাজীই পুরোভাগে,
জেনো তোমার রক্তমিছিলে
নেতাজীই পুরোভাগে।
যদিবা কোনো ক্ষুধার্থ পাতে
তোমার অশ্রু লাগে,
যদিবা কোনো ক্ষুধার্থ পাতে
তোমার অশ্রু লাগে,
জেনো তোমার রক্তমিছিলে
নেতাজীই পুরোভাগে,
জেনো তোমার স্বপ্নমিছিলে
নেতাজীই পুরোভাগে।
তাছাড়া সব মিছেই উৎযাপন
তাছাড়া সব মিছেই উৎযাপন
তেরাঙায় শুধু লজ্জা উড়বে বৃথাই দিনযাপন।
চেতনায় যদি স্বাধীনতা মেশে
নেতাজীর ভাল্লাগে,
চেতনায় যদি স্বাধীনতা মেশে
নেতাজীর ভাল্লাগে,
জেনো তোমার রক্তমিছিলে
নেতাজীই পুরোভাগে,
জেনো তোমার স্বপ্নমিছিলে
নেতাজীই পুরোভাগে।
নাহলে স্বাধীন নয় কোনো আলফাজ
নাহলে স্বাধীন নয় কোনো আলফাজ
ব্যর্থ তোমার প্রজাতন্ত্রের রঙীন কুচকাওয়াজ।
সততায় যদি স্বাধীনতা মেশে
নেতাজীর ভাল্লাগে,
সততায় যদি স্বাধীনতা মেশে
নেতাজীর ভাল্লাগে,
জেনো তোমার রক্তমিছিলে
নেতাজীই পুরোভাগে,
জেনো তোমার স্বপ্নমিছিলে
নেতাজীই পুরোভাগে।
যদি বা কোনো চাবুকের দিনে
তোমার মুষ্টি জাগে,
যদি বা কোনো চাবুকের দিনে
তোমার মুষ্টি জাগে,
জেনো তোমার রক্তমিছিলে
নেতাজীই পুরোভাগে,
জেনো তোমার স্বপ্নমিছিলে
নেতাজীই পুরোভাগে,
জেনো তোমার রক্তমিছিলে
নেতাজীই পুরোভাগে।