Nibiro Ama Timiro Hote Bangla Lyrics By Timir Biswas.
Nibiro Ama Timiro Hote Bangla Lyrics By Timir Biswas.
Song : Nibiro Ama Timiro Hote
Lyrics : Rabindranath Tagore
Vocal : Timir Biswas
Parjaay : Prakriti-279
Upa-parjaay : Basanta-92
Raag : Behag
Taal : Jhampak
Nibiro Ama Timiro Hote Song Lyrics
নিবিড় অমা-তিমির হতে বাহির হল,
বাহির হল জোয়ার-স্রোতে
শুক্ল রাতে চাঁদের তরণী,
শুক্ল রাতে চাঁদের তরণী।
নিবিড় অমা-তিমির হতে বাহির হল।
ভরিল ভরা অরূপ ফুলে সাজালো ডালা,
সাজালো ডালা অমরাকূলে,
আলোর মালা চামেলি-বরনী
শুক্ল রাতে চাঁদের তরণী।
নিবিড় অমা-তিমির হতে বাহির হলো।
তিথির পরে তিথির ঘাটে
আসিছে তরী দোলের নাটে,
নীরবে হাসে স্বপনে ধরণী।
তিথির পরে তিথির ঘাটে
আসিছে তরী দোলের নাটে,
নীরবে হাসে স্বপনে ধরণী।
উৎসবের পসরা নিয়ে
পূর্ণিমার কূলেতে কি এ,
ভিড়িল শেষে তন্দ্রাহরণী
শুক্ল রাতে চাঁদের তরণী।
নিবিড় অমা-তিমির হতে বাহির হল,
বাহির হল জোয়ার-স্রোতে
শুক্ল রাতে চাঁদের তরণী,
শুক্ল রাতে চাঁদের তরণী।
নিবিড় অমা তিমির হতে বাহির হল।