Nijer Naame Daki ( নিজের নামে ডাকি) Bangla Song Lyrics By Rudro Neel Ahmed.

Nijer Naame Daki ( নিজের নামে ডাকি) Bangla Song Lyrics By Rudro Neel  Ahmed.

Nijer Naame Daki ( নিজের নামে ডাকি) Bangla Song Lyrics By Rudro Neel  Ahmed.

Nijer Naame Daki গানটি গেয়েছেন Shahed Nazir Hades। গানের লিরিক্স দিয়েছেন Rudro Neel  Ahmed। এবং গানটি Chander Gari নামের Band এর ব্যানারে প্রকাশিত হয়েছে। আশা করছি Nijer Naame Daki গানের লিরিক্স টি ভাল লাগবে। 

Song : Nijer Naame Daki

Band : Chander Gari

Lyrics : Rudro Neel  Ahmed

Vocal And Tune : Shahed Nazir Hades

Compose : Khandkar Nazmus Sakib 

Studio : Apogee

Nijer Naame Daki Song Lyrics 

তোমাকে ফেরাবো বলে 

পথ লিখে রাখি,

যতদূর চোখ যায় 

তারচেয়ে বহুদূর, বহুদূর দেখি। 

 

তুমি কি আগুন বলো? 

তুমি কি আকাশভোলা পাখি?

এপথে ফেরাতে গিয়ে তোমাকে..

নিজের নামে ডাকি,  

তারার নামেও ডাকি, ফিরিয়ে দেয়া বাকি 

তোমাকে.. নিজের নামে ডাকি।। 

হে.. হে..

সবাই ফেরে না জানি 

কেউ কেউ ফিরে ফিরে আসে,

পথ লেখা আছে, জেনেও তোমার 

পথের কোনো শেষে। 

তোমাকে দিনের পাশে 

জোনাকি রাতের মত আঁকি,

জোছনা ফেরাতে গিয়ে তোমাকে..

তারার নামে ডাকি,

নিজের নামেও ডাকি, ফিরিয়ে দেয়া বাকি 

তোমাকে.. নিজের নামে ডাকি।। 

আকাশে বেদনা জমে

নদীতে জলের হালখাতা,

স্মৃতির বেহালা কাঁদে

গান হয়ে যায় নিরবতা। 

তোমাকে ভোলার ক্ষত 

বেচারা বোকার মত ঢাকি,

তোমাকে ফেরাতে গিয়ে নিজেকে..

ফিরিয়ে দেয়া বাকি !

নিজের নামে ডাকি,

তারার নামেও ডাকি,

তোমাকে.. নিজের নামে ডাকি,

তারার নামে ডাকি, ফিরিয়ে দেয়া বাকি 

তোমাকে.. নিজের নামে ডাকি,

তারার নামে ডাকি, ফিরিয়ে দেয়া বাকি 

তোমাকে..

নিজের নামে ডাকি।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *