Nirghum Rat (নির্ঘুম রাত) Bangla Lyrics By Murad Bibagi.
Nirghum Rat (নির্ঘুম রাত) Bangla Lyrics By Murad Bibagi.
Song : Nirghum Rat
Vocal : Murad Bibagi
Lyrics : K Nayem
Tune : Murad Bibagi
Label : Samsul Official
Nirghum Rat Bangla Lyrics
কতো দিন হয়ে গেলো
কতো রাত কেটে গেলো
কার ভাবনায় নির্ঘুম চোখে
হয় রে আমার ভোর
আমার চোখের নিচে কালি
শার্টে আমার ধূলাবালি
কেমন করে দিন কাটে কেউ
লইলোনা খবর
তাকে আর জরিয়ে ধরার
সুযোগ হবে না
তার সাথে আর গল্প করে
রাত তো পোহাবে না
সে যদি ভালোবাসার
মুল্য বুঝিতো
তবে সে মনের টানে
আমায় খুজিতো
আসে নতুন নতুন ভোর
তবু কাটেনা তার ঘোর
আমার রক্তে মিইশাছে সে
আমার অজান্তে
আমি কেমনে ভুলিবো তারে
ভূল বুঝে সে আমারে
কত বুঝ বুঝাই তবু
বুঝেনা কিছুতেই
তাকে আর জরিয়ে ধরার
সুযোগ হবে না
তার সাথে আর গল্প করে
রাত তো পোহাবে না
সে যদি ভালোবাসার
মুল্য বুঝিতো
তবে সে মনের টানে
আমায় খুজিতো
তাকে আর জরিয়ে ধরার
সুযোগ হবে না
তার সাথে আর গল্প করে
রাত তো পোহাবে না
সে যদি ভালোবাসার
মুল্য বুঝিতো
তবে সে মনের টানে
আমায় খুজিতো
আরো নতুন বাংলা গানের লিরিক্স পেতে এখানে যান
Nirghum Rat Bangla Lyrics
Koto din hoye gelo
Koto rat kete gelo
Kar vabOnay nirghum
Chokhe hoy re amar vor
Amar cokher nice kali
Shirte amar dhulobali
Kemon kore din kate
Kew loilona khobor
Take r joriye dhorar
Sujog hobe na
Tar sathe golpo kore
Rat to pohabe na
Se jodi valobasar mullo bujito
Tobe se moner tane amay khujito.