Nivu Nivu Chokh ( নিভু নিভু চোখ) Bangla Lyrics By Gogon Sakib.

 Nivu Nivu Chokh ( নিভু নিভু চোখ) Bangla Lyrics By Gogon Sakib.

Nivu Nivu Chokh ( নিভু নিভু চোখ) Bangla Lyrics By Gogon Sakib.

Song – Nivu Nivu Chokh 

Singer – Gogon Sakib

Lyrics & Tune – Raiyan Riaz

Music – Munshi Jewel

Label – Gogon Sakib Official

Nivu Nivu Chokh Lyrics in Bengali 

নিভু নিভু নিভু চোখ

শিখেছে শুধু কান্তে

সে এখন বাইকে চড়ে

ঘুরে বেড়ায় শহরে

আমার ত বাইক ছিলো

না আড়ালে চিলো কান্না

নিভু নিভু নিভু চোখ

শিখেছে শুধু কান্তে

নিভু নিভু নিভু চোখ

শিখেছে শুধু কান্তে (৩)

সুয়ে সুয়ে কান্না আমায়

বালিশ বিজে কতবার

এভাবেই রাত্রী গুলো

ঘুম ছাড়াই হয় পার

মোনাজাতে চাই তোমাকে

যেন পাই মরনের পরে

বেচে থেকে হলি না আমার

হয়েছো বাইক আছে যার

নিভু নিভু নিভু চোখ

শিখেছে শুধু কান্তে

নিভু নিভু নিভু চোখ

শিখেছে শুধু কান্তে (৩)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *