O Bondhu Lal Golapi( ও বন্ধু লাল গোলাপি) Bangla Lyrics By Sari Uddin

O Bondhu Lal Golapi( ও বন্ধু লাল গোলাপি) Bangla Lyrics By Sari Uddin

Song : O Bondhu Lal Golapi

Vocal : Sarif Uddin

Lyrics : Sarif Uddin 

 

O Bondhu Lal Golapi Bangla Lyrics 

 ও বন্ধু লাল গুলাপী

ও বন্ধু লাল গুলাপী, কই রইলা রে

এসো এসো বুকে রাখবো তোরে

এসো এসো বুকে রাখবো তোরে

ও বন্ধু লাল গুলাপী

ও বন্ধু লাল গুলাপী, কই রইলা রে

এসো এসো বুকে রাখবো তোরে

এসো এসো বুকে রাখবো তোরে

তুমি বন্ধু হইলে আমার

নাইতো কিছু বাকি পাওয়ার

তুমি-আমি দু’জন মিলে সাজাইবো সুখের সংসার

তুমি বন্ধু হইলে আমার

নাইতো কিছু বাকি পাওয়ার

তুমি-আমি দু’জন মিলে সাজাইবো সুখের সংসার

সাজাইবো সুখের সংসার

তুমাকে পাইলে সুখী…

তুমাকে পাইলে সুখী হইবো রে

এসো এসো বুকে রাখবো তোরে

এসো এসো বুকে রাখবো তোরে

ফুলশয্যা সাজাইবো

প্রেমপাশা খেলাইবো

আমার মনের যত গোপন আশা সবই মিটাইবো

ফুলশয্যা সাজাইবো

প্রেমপাশা খেলাইবো

আমার মনের যত গোপন আশা সবই মিটাইবো

আশা সবই মিটাইবো

রাখিবো তোরে আমার…

রাখিবো তোরে আমার আদরে

এসো এসো বুকে রাখবো তোরে

এসো এসো বুকে রাখবো তোরে

তুমি বন্ধু হইলে আমার

নাইতো কিছু বাকি পাওয়ার

তুমি-আমি দু’জন মিলে সাজাইবো সুখের সংসার

তুমি বন্ধু হইলে আমার

নাইতো কিছু বাকি পাওয়ার

তুমি-আমি দু’জন মিলে সাজাইবো সুখের সংসার

সাজাইবো সুখের সংসার

তুমাকে পাইলে সুখী…

তুমাকে পাইলে সুখী হইবো রে

এসো এসো বুকে রাখবো তোরে

এসো এসো বুকে রাখবো তোরে

ফুলশয্যা সাজাইবো

প্রেমপাশা খেলাইবো

আমার মনের যত গোপন আশা সবই মিটাইবো

ফুলশয্যা সাজাইবো 

প্রেমপাশা খেলাইবো

আমার মনের যত গোপন আশা সবই মিটাইবো

আশা সবই মিটাইবো

রাখিবো তোরে আমার…

রাখিবো তোরে আমার আদরে

এসো এসো বুকে রাখবো তোরে

এসো এসো বুকে রাখবো তোরে

করবো দু’জন প্রেম আলিঙ্গন

হইবো মোদের মধুর মিলন

প্রেম-বন্ধনে রাখবো তুমায় মাসুদ হাসান টকন

করবো দু’জন প্রেম আলিঙ্গন  

হইবো মোদের মধুর মিলন

প্রেম-বন্ধনে রাখবে তুমায় মাসুদ হাসান টকন

মাসুদ হাসান তপন

যাইও না কভু আমায়…

যাইও না কভু আমায় ছেড়ে রে

এসো এসো বুকে রাখবো তোরে

এসো এসো বুকে রাখবো তোরে

ও বন্ধু লাল গুলাপী

ও বন্ধু লাল গুলাপী, কই রইলা রে

এসো এসো বুকে রাখবো তোরে

এসো এসো বুকে রাখবো তোরে

ও বন্ধু লাল গুলাপী

ও বন্ধু লাল গুলাপী, কই রইলা রে

এসো এসো বুকে রাখবো তোরে

এসো এসো বুকে রাখবো তোরে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *