O Radhe Radhe (ও রাধে রাধে) Bangla Lyrics By Srijita Mitra.
O Radhe Radhe (ও রাধে রাধে) Bangla Lyrics By Srijita Mitra.
Song: O Radhe Radhe
Web series: Srikanto (2022)
Singer: Srijita Mitra
Lyrics: Pralay Sarkar
Label: SVF Music
O Radhe Radhe Song Lyrics in Bengali
মাখো, মাখো, মাখো গো লাল,
ডাকো, ডাকো রাজার দুলাল
সিরি, সিরি, সিরি দলে
সিধে সিধে যাবি চলে।
কি মায়া, মায়া…
হো.. আপদী কলঙ্ক জ্বালিয়ে পুড়িয়ে দে
ও রাধে রাধে, দে রে মা দে গুড়িয়ে দে,
ও রাধে রাধে, দে রে মা দে গুড়িয়ে দে।
সাজো কিঙ্কিণী, বাজাও রিনঝিনি,
নাচো আহ্লাদী, পিয়া গো দুয়োরানি
দে খুলে দে রে দোর, যা চাইবি, তা তোর
কিসের বরবাদী, পিয়া ওগো দুয়োরানি।
রাধে রাধে, রাধে রাধে
সোনার পালঙ্ক ধরিয়ে জড়িয়ে…
ও রাধে রাধে, দে রে মা দে…
ও রাধে রাধে, দে রে মা দে গুড়িয়ে দে.