Ochena Karor Buke Bangla Lyrics By Ishan Mitra, Ranajoy Bhattacharjee And Mekhla Dasgupta.
Ochena Karor Buke Bangla Lyrics By Ishan Mitra, Ranajoy Bhattacharjee And Mekhla Dasgupta.
Ochena Karor Buke Song Credits :
Song : Ochena Karor Buke
Film Name : Mitthye Premer Gaan
Singer : Ishan Mitra, Ranajoy Bhattacharjee And Mekhla Dasgupta
Music : Ranajoy Bhattacharjee
Lyrics : Aritra Sengupta And Ranajoy Bhattacharjee
Music arranged And produced by : Ranajoy Bhattacharjee
Mixing And Mastering : Subhadeep Mitra
Director : Paroma Neotia
DOP : Soumik Haldar ISC
Producer : Paroma Neotia
Editor : Subho Pramanik
Label : SVF Music
Ochena Karor Buke Lyrics In Bengali
অচেনা কারোর বুকে আজও মাথা রাখো
অন্ন মনে আমায় খুঁজতেই থাকো,
বুকের ভেতর শুধু স্মৃতিদের সাঁকো
ফিরে এসো আবার বারবার।
এভাবে ক্ষত তুমি হাসি দিয়ে ঢাকো
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।
এভাবে ক্ষত তুমি হাসি দিয়ে ঢাকো
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।
অজানা কোনও সুখের ছবি তুমি আঁকো
অন্য জীবনে জানি তুমি পাশে থাকো,
ব্যর্থ এ রূপকথা তবু কথা রাখো
কাছে এসো আবার বারবার।
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
এভাবে ক্ষত তুমি হাসি দিয়ে ঢাকো
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।
এভাবে ক্ষত তুমি হাসি দিয়ে ঢাকো
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।
আ আ …
সাজনা বিনা কাটেনা মোরা, ইয়ে সুনি রাতিয়া
আয়েনা মোরি নিন্দিয়া তেরে বিনা, ও মেরে সাজনা।
তাড়াপ তাড়াপ মোরা জিয়া ঘাবরায়ে, ওরে পিয়া
সাজনা বিনা কাটেনা মোরা, ইয়ে সুনি রাতিয়া।