Odhora Jochona ( অধরা জোছনা) Bangla Song Lyrics By Muaz Shahriar.
Odhora Jochona ( অধরা জোছনা) Bangla Song Lyrics By Muaz Shahriar.
Here We Present You With the song ‘Odhora Jochona’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Muaz Shahriar’. Lyrics Written By ‘Muaz Shahriar‘, Music Given By ‘Char Deyal Band’. Hope You Will Enjoy The Song.
Song : Odhora Jochona
Music : Char Deyal Band
Vocal And Lyrics : Muaz Shahriar
Composer : Taief Bin Shawket
Guitar & Vocal : Rafiul Islam Joy
Guitar : Abeedur Tonoy
Bass : Tonmoy Shikder
Drums : Taief Bin Shawket
Odhora Jochona Song Lyrics
নিভু নিভু আলোতে, নিভু নিভু জোছনায়
তোমার ঐ আলতো হাতের স্পর্শে আমি পালাই,
ছোট ছোট সন্ধ্যে বিকেলে, নতুবা স্বপ্নের মাঝে
তোমার ঐ অট্টহাসি আমায় ভাবায়।
প্রহর শেষে তোমার দেখা,
ক্লান্ত আমি দাঁড়িয়ে একা..
শত প্রশ্নের মাঝেও তোমার
অপলক চেয়ে থাকা।
কখনো কি জানতে চেয়েছো
আমার মনের ছায়ার কান্না ?
সবকিছু ফেলে হারিয়ে যেতে চাই
তুমি কি তা জানোনা ?
আধো আধো আলোতে, আমার ভাবনায়
তোমার ঐ ঠুনকো হাসির মায়ায় আমি জড়াই,
ছোট ছোট ভুলের ভীড়ে অযথা দূরত্ব বাড়ে
তোমার ঐ ঠুনকো হাসির মায়ায় আমি পালাই।
কখনো কি জানতে চেয়েছো
আমার মনের ছায়ার কান্না ?
সবকিছু ফেলে হারিয়ে যেতে চাই
তুমি কি তা জানোনা ?