Ogo Aar Kichhu To Naai (ওগো আর কিছু তো নাই) Bangla Lyrics By Lata Mangeshkar.

Ogo Aar Kichhu To Naai (ওগো আর কিছু তো নাই) Bangla Lyrics By Lata Mangeshkar.

Ogo Aar Kichhu To Naai (ওগো আর কিছু তো নাই) Bangla Lyrics By Lata Mangeshkar.

 Here We Present You With the song ‘Ogo Aar Kichhu To Naai’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Lata Mangeshkar’. Lyrics Written By ‘Salil Chowdhury‘, Music Given By ‘Salil Chowdhury’. This song published on Saregama India Ltd YouTube channel. Hope You Will Enjoy The Song. 

Song : Ogo Aar Kichhu To Naai

Singer : Lata Mangeshkar

Lyrics & Music : Salil Chowdhury

Label : Saregama India Ltd

Ogo Aar Kichu To Nai Song Lyrics 

ওগো আর কিছু তো নাই

বিদায় নেবার আগে তাই,

তোমারি নয়নে পাওয়া

তোমারি সুরে গাওয়া,

এ গানখানি রেখে যাই। 

ওগো আর কিছু তো নাই

বিদায় নেবার আগে তাই,

তোমারি নয়নে পাওয়া

তোমারি সুরে গাওয়া,

এ গানখানি রেখে যাই ..

ওগো আর কিছু তো নাই।। 

বরষা হয়ে তুমি আকাশ ভরে

হৃদয় মরুতে মম পড়েছো ঝরে,

বরষা হয়ে তুমি আকাশ ভরে

হৃদয় মরুতে মম পড়েছো ঝরে,

সরস করিয়া মোরে

যে ফুল ফোটালে ভোরে,

এ মালা তারই রেখে যাই ..

ওগো আর কিছু তো নাই

বিদায় নেবার আগে তাই,

তোমারি নয়নে পাওয়া

তোমারি সুরে গাওয়া,

এ গানখানি রেখে যাই ..

ওগো আর কিছু তো নাই।। 

জানিনা কখন মন হারায়ে গেল

সকলই হারায়ে বুঝি সকলই পেল,

জানিনা কখন মন হারায়ে গেল

সকলই হারায়ে বুঝি সকলই পেল,

আজিকে আশার নদী

হুতাশে শুখালো যদি

এ হৃদিটুকু রেখে যাই ..

ওগো আর কিছু তো নাই

বিদায় নেবার আগে তাই,

তোমারি নয়নে পাওয়া

তোমারি সুরে গাওয়া,

এ গানখানি রেখে যাই ..

ওগো আর কিছু তো নাই।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *