Ogo Brishti Amar Chokher Pata Bangla Lyrics By Haimanti Sukla.
Ogo Brishti Amar Chokher Pata Bangla Lyrics By Haimanti Sukla.
Song : Ogo Brishti Amar Chokher Pata
Singer : Haimanti Sukla
Lyrics : Pulak Bandyopadhyay
Music Director : Hemanta Mukherjee
Label : Saregama India Ltd
Ogo Brishti Amar Chokher Pata Lyrics In Bengali
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না,
আমার এতো সাধের কান্নার দাগ ধুইয়ো না,
সে যেন এসে দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি।
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না।
দোহাই গানের বীণা
মনকে ভরে তুলো না,
দোহাই গানের বীণা
মনকে ভরে তুলো না,
দেখে তাকে ব্যথার এ গান ভুলো না,
সে যেন এসে শুনে
তার বিরহে কী সুর আমি সেঁধেছি।
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না।
ক্লান্ত প্রদীপ ওগো
হঠাৎ আলোয় ফুটো না,
ক্লান্ত প্রদীপ ওগো
হঠাৎ আলোয় ফুটো না,
দেখে তাকে উজল হয়ে উঠো না,
সে যেন এসে জানে
কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি।
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না
আমার এতো সাধের কান্নার দাগ ধুইয়ো না,
সে যেন এসে দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি।
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না।