Oi Malatilata Dole (ওই মালতীলতা দোলে) Bangla Lyrics By Subhamita Banerjee.

 Oi Malatilata Dole (ওই মালতীলতা দোলে) Bangla Lyrics By Subhamita Banerjee.

Oi Malatilata Dole (ওই মালতীলতা দোলে) Bangla Lyrics By Subhamita Banerjee.

Song : Oi Malatilata Dole

Singer : Subhamita Banerjee

Music : Rabindranath Tagore

 Lyrics : Rabindranath Tagore

Music Label : Rtv Music

Release On : 17 August 2018

Oi Malatilata Dole Lyrics in Bengali

ওই মালতীলতা দোলে

দোলে পিয়ালতরুর কোলে, 

ওই মালতীলতা দোলে

দোলে পিয়ালতরুর কোলে, 

ওই মালতীলতা দোলে।

পুব-হাওয়াতে, মালতীলতা দোলে

মোর হৃদয়ে লাগে দোলা

ফিরি আপনভোলা,

মোর হৃদয়ে লাগে দোলা

ফিরি আপনভোলা। 

মোর ভাবনা কোথায় হারা 

মেঘের মতন যায় চলে,

ওই মালতীলতা দোলে

দোলে পিয়ালতরুর কোলে, 

ওই মালতীলতা দোলে।। 

জানি নে কোথায় জাগো 

ওগো বন্ধু পরবাসী,

কোন্‌ নিভৃত বাতায়নে

সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে

কোন্‌ বিরহিণীর বাণী 

তোমারে কী যায় ব’লে।

ওই মালতীলতা দোলে

দোলে পিয়ালতরুর কোলে,

ওই মালতীলতা দোলে,

পুব-হাওয়াতে.. মালতীলতা দোলে

দোলে পিয়ালতরুর কোলে,

ওই মালতীলতা দোলে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *