Ondhokar Ek Ghor(অন্ধকার এক ঘর) Bangla Lyrics By Samz Vai.
Ondhokar Ek Ghor(অন্ধকার এক ঘর) Bangla Lyrics By Samz Vai.
Song : Ondhokar Ek Ghor
Vocal : Samz Vai
Lyrics : Rohan Raj
Label : Sage Multimedia
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন : www.hindiilyric.com
Ondhokar Ek Ghor Bangla Lyrics
অন্ধকারে ঘর আলো বাতাস নাই
তোমরা আমায় একলা রাইখা
কোথায় যাও সবাই,
অন্ধকারে ঘর আলো বাতাস নাই
তোমরা আমায় একলা রাইখা
কোথায় যাও সবাই,
আমার জীবন থাকার কালে
কারো একটু বিপদ হলে
আমার জীবন থাকার কালে
কারো একটু বিপদ হলে
আমি কিন্তু ভয়ে পালাই নাই।
অন্ধকারে ঘর আলো বাতাস নাই
তোমরা আমায় একলা রাইখা
কোথায় যাও সবাই,
ঠোঁট নড়েনা হাত নড়েনা
দাড়াইতে না পারি
আগে কেনো বুজলাম না হায়
সবাই জাইবা ছাড়ি।
ঠোঁট নড়েনা হাত নড়েনা
দাড়াইতে না পারি
আগে কেনো বুজলাম না হায়
সবাই জাইবা ছাড়ি।
আমার জীবন থাকার কালে
কারো একটু বিপদ হলে
আমার জীবন থাকার কালে
কারো একটু বিপদ হলে
আমি কিন্তু ভয়ে পালাই নাই।
অন্ধকারে ঘর আলো বাতাস নাই
তোমরা আমায় একলা রাইখা
কোথায় যাও সবাই,
অন্ধকারে ঘর আলো বাতাস নাই
তোমরা আমায় একলা রাইখা
কোথায় যাও সবাই।
আমার এমন নিদান কালে
সবাই দিলো ফাকি,
পাপের পাহাড় আকাশ সমান
মুখ কি দিয়া ঢাকি,
আমার এমন নিদান কালে
সবাই দিলো ফাকি,
পাপের পাহাড় আকাশ সমান
মুখ কি দিয়া ঢাকি।
আমার জীবন থাকার কালে
কারো একটু বিপদ হলে
আমার জীবন থাকার কালে
কারো একটু বিপদ হলে
আমি কিন্তু ভয়ে পালাই নাই।
অন্ধকারে ঘর আলো বাতাস নাই
তোমরা আমায় একলা রাইখা
কোথায় যাও সবাই,
অন্ধকারে ঘর আলো বাতাস নাই
তোমরা আমায় একলা রাইখা
কোথায় যাও সবাই,
Ondhokar Ek Ghor Bangla Lyrics
Ondhokare Ghor alo batas nai
Tomra amay ekla rekhe
Kothay jao sobai
Amar jibon thakar kale
Karo ektu bipod hole
Ami kintu voye
Palai nai.,
Thot norena hat norena
Daraite na pari
Age keno bujlam na hay
Sobai jaiba chari.