Oporadhi(অপরাধী) Bangla Lyrics By Arman Alif
Oporadhi(অপরাধী) Bangla Lyrics By Arman Alif
Song: Oporadhi
Vocal: Arman Alif
Music : Arman Alif
Lyrics : Ankur Mahmud
আরো গানের লিরিক্স পেতে এখানে যান
Oporadhi(অপরাধী) Bangla Lyrics
একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জিরায় যতন করে আগলাইয়া রাখতাম,
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম,
তুই কাদলে পরে কেমন করে হারাইয়া জাইতাম।
একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জিরায় যতন করে আগলাইয়া রাখতাম,
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম,
তুই কাদলে পরে কেমন করে হারাইয়া জাইতাম।
ওরে মনের খাচায় যতন কইরা দিলাম তোরে ঠাই,
এখন তোর মনেতেই আমার জন্য কোনো যায়গা নাই। ওরে আদর কইরা পিঞ্জিরাতে পুষলাম পাখিরে,
তুই যারে যা উইরা যারে অন্য খাচাতে।
ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে,
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে, মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।
তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম, আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম। ওরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম,
আমার সেই গানেরও সুরে তোরে খুজিয়া লইতাম।
ওরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম,
আমার সেই গানেরও সুরে তোরে খুজিয়া লইতাম। এখন একলা একা সময় গুলো কাটাই কেমনে,
এতো ভালবাসার পরেও আমার কম কি ছিলো রে।
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়,
তুই দেইখালরে ত্রিভূবনে কেই তো কারো নয়,
ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে, মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।
তোর নামের পাশে সবুজ বাতি আরতো জলে না,
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না।কারো হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না,
কেউ আর ফ্লাক্সিলোডের দোকানটাতে ভিড় জমায় না।
তোর নামের পাশে সবুজ বাতি আরতো জলে না,
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না।কারো হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না,
কেউ আর ফ্লাক্সিলোডের দোকানটাতে ভিড় জমায় না।
এখন তারার মত জলে নেভে কস্টগুলারে,
আমি গিটারের সুর সাথে লইয়া ভালোই আছিরে,
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়, তুই দেইখা লরে ত্রিভুবনে কেই তো কারো নয়।
ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে।
Oporadhi Bangla LyrkorBy Arman Alif
Ekta somoy tore amar sobi vabitam,
Tore mon pinjoray joton kore aglaiya raktam,
Tor hasi mukher chobi deikha dukkho pusaitam,
Tui kadle pore kemon kore haraiya jaitam,
Ekta somoy tore amar sobi vabitam,
Tore mon pinjoray joton kore aglaiya raktam,
Tor hasi mukher chobi deikha dukkho pusaitam,
Tui kadle pore kemon kore haraiya jaitam,
Ore moner khacay joton koira dilam tore thai,
Ekhon tor monetei amar jonno kono jayga nai,
ore ador koira pinjirate puslam pakhire,
Tui jare ja uira jare onno khacate,
O maiya re maiya re tui oporadhi re
Amar jotne gora valobasa de firaiya de,
Amar onuvutir sathe khelar odhikar dilo ke,
Maiya tui boro oporadhi tor khoma nai re.