Ore Beiman(ওরে বেঈমান) Bangla Lyrics By Nrz Eshita
Ore Beiman(ওরে বেঈমান) Bangla Lyrics By Nrz Eshita
Song : Ore Beiman
Vocal : Nrz Eshita
Lyrics : Mariya Aktar
Tune : NH Kobi
Label : Sl Rajib
Ore Beiman Bangla Lyrics
ওরে বেইমান তুই যদি
আমায় ছেরে যাবি
প্রেমের মাঝে কেন
তবে আমায় জড়াইলি
ওরে বেইমান তুই যদি
আমায় ছেরে যাবি
প্রেমের মাঝে কেন
তবে আমায় জড়াইলি
ভুল কি তবে আমার ছিল
তোর প্রেমেতে পরা
মুখোশধারি বেইমান রে তুই
তুই যে দিশেহারা
ভুল কি তবে আমার ছিল
তোর প্রেমেতে পরা
মুখোশধারি বেইমান রে তুই
তুই যে বিবেকহারা
রঙের খেলায় মেতে
আমায় করলি দিশেহারা
সুখে থাকিস আসবোনা
আর তোর মনেরি পারা
রঙের খেলায় মেতে
আমায় করলি দিশেহারা
সুখে থাকিস আসবোনা
আর তোর মনেরি পারা।
ভালোবেসে বলে যে
তুই করলি ছলনা
রঙ বদলানো সভাবটা
তোর বুঝতে পারলাম না
ভুল কি তবে আমার ছিল
তোর প্রেমেতে পরা
মুখোশধারি বেইমান রে তুই
তুই যে বিবেকহারা
আমার মাথায় হাত
রেখে কাটছিলি কসম
বুকের মাঝে নিয়ে আবার
মনটা দিলি দাফন
মায়াবিনী তুই তো
আমার করলি সর্বনাশা
তোরে ছাড়া এখন আমি
শুধুই পাগল পারা
ভুল কি তবে আমার ছিল
তোর প্রেমেতে পরা
মুখোশধারি বেইমান রে তুই
তুই যে দিশেহারা।।