Ovimani Roddure (অভিমানী রোদ্দুরে) Bangla Lyrics By Habib Wahid.

 Ovimani Roddure (অভিমানী রোদ্দুরে) Bangla Lyrics By Habib Wahid. 

Ovimani Roddure (অভিমানী রোদ্দুরে) Bangla Lyrics By Habib Wahid.

Song : Ovimani Roddure

Singer : Habib Wahid & Nandita

Music Director : Aamlaann Chakraabarty

Lyrics :  Sanjukta Saha Mishu

Label : G Series

Ovimani Roddure Bangla Lyrics 

অভিমানী রোদ্দুরে 

মেঘ জমেছে চুপ করে

খাম খেয়ালি দিনজুরে

রূপকথা মন যায় উড়ে

অভিমানী রোদ্দুরে 

মেঘ জমেছে চুপ করে

খাম খেয়ালি দিনজুরে

রূপকথা মন যায় উড়ে

এলোমেলো হাওয়া

আলতো ভালোলাগা 

মিথ্যে গল্প সাজায়

এলোমেলো হাওয়া

আলতো ভালোলাগা

তাকে ছুঁয়ে ছুঁয়ে যায়

প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই

প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই

এলোমেলো হাওয়ায়

শুধু তুমি ছুঁয়ে যাও

ঝড়ে পরা পাতায়

শুধু গল্প বলে যায়

আমারি ঘুমঘোরে

স্মৃতিরা খেলা করে

ভাবছি শুধুই তোমায়

আমারি ঘুমঘোরে

স্মৃতিরা খেলা করে

ভাবছি শুধুই তোমায়

প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই

প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই

চোখের অভিমানে

নোনা জলে মিশে যায়

সুরের ভেজা মেঘে

তুমি বৃষ্টি হয়ে যাও

আমায় ডেকে বলো

সন্ধ্যে হয়ে এলো

হাতটা একটু ধর

আমায় ডেকে বলো

সন্ধ্যে হয়ে এলো

হাতটা একটু ধর

প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই

প্রেমেরই চাদরে

আউসে আদরে

তুমি ছাড়া কেউ নাই

একমুঠো আদরে

চোখ ভরা কাজলে

হেরে যাওয়া আমি।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *